তুলতুলে তুলার পুতুল

>
খেলনা হিসেবে কিংবা ঘর সাজাতে পুতুল জনপ্রিয়। চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন এমন পুতুল। তুলার তুলতুলে পুতুল পেয়ে নিশ্চয়ই খুশি হবে ছোট্ট সোনামণি।

যা যা প্রয়োজন 

পছন্দমতো কাপড়, তুলা, কাগজ, পেনসিল, কাঁচি, বোতাম ও সুই-সুতা। 

যেভাবে করতে হবে

১. কাগজে নিজের পছন্দমতো যেকোনো আকৃতি এঁকে, কেটে নিন। এখানে মাছের আকৃতি করা হয়েছে।

২. কাগজের ছাপ অনুসরণ করে কাপড় কেটে নিতে হবে। কাটার পর পুতুলের সামনে ও পেছনে দুটো অংশ বের হবে।

৩. কাপড়ের উল্টো দিকে কাটা অংশ সেলাই করে নিতে হবে। তবে হাত ঢোকানো যাবে এমন পরিমাণ জায়গা খালি রেখে সেলাই শেষ করতে হবে। 

৪. এবার কাপড়টিকে উল্টে দিয়ে ভালো করে কোনাগুলো বের করে তুলা ভরতে হবে। যাতে প্রতিটি কোনায় তুলা পৌঁছায়। 

৫. তুলা ভরা শেষে ফাঁকা অংশে সেলাই করে বন্ধ করে দিতে হবে। 

৬. মাছ তৈরি শেষ। এবার চোখের জায়গার দুই পাশে দুটি বোতাম সেলাই করে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের পুতুল।