হাতে বানানো বুকমার্ক

বুকমার্ক বইয়ের পৃষ্ঠা চিহ্ন করে রাখার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত কর্ড, সুতা, কাপড়, কাগজ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়ে থাকে। কোন বই কতটুকু পড়লেন, সেই জায়গা চিহ্নিত করে রাখা যায় বুকমার্ক দিয়ে। চাইলে নিজের হাতেই বুকমার্ক বানাতে পারেন। সে রকম একটি বুকমার্ক বানিয়ে দেখালেন রুবানা করিম

উপকরণ:
চটের কাপড়, সুতা, টারসেল, পাঞ্চ মেশিন, রং (ফেব্রিক কালার), তুলি, স্কেল, কুশিকাটার ফুল, ফিতার স্কেল, কাঁচি, সুই।