চোখে-মুখে-নাকে হাত দেওয়া এড়াতে করণীয়

>মানুষ গড়ে প্রতি ঘণ্টায় ২৩ বার মুখে হাত দেয়। কিন্তু কোনোভাবে করোনাভাইরাস হাতে এলে এবং সেই হাত চোখে, মুখে ও নাকে দিলে ভাইরাস শরীরে প্রবেশ করে। ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি ও ছড়ানোর আশঙ্কা বাড়ে। তাই এই অভ্যাস এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মাস্ক পরা

মুখে মাস্ক ব্যবহার করুন। ফলে হাত থেকে ভাইরাস  মুখে প্রবেশ করবে না।
মুখে মাস্ক ব্যবহার করুন। ফলে হাত থেকে ভাইরাস মুখে প্রবেশ করবে না।

আঙুল মুষ্টিবদ্ধ রাখুন

বসে বা শুয়ে থাকার সময় দুই হাতের আঙুল মুষ্টিবদ্ধ রাখুন। মুষ্টিবদ্ধ অবস্থায় কথা বলুন বা হাঁটুন। কিছুক্ষণ পরপর হাতের আঙুল নাড়ুন এবং আবার মুষ্টিবদ্ধ করুন।
বসে বা শুয়ে থাকার সময় দুই হাতের আঙুল মুষ্টিবদ্ধ রাখুন। মুষ্টিবদ্ধ অবস্থায় কথা বলুন বা হাঁটুন। কিছুক্ষণ পরপর হাতের আঙুল নাড়ুন এবং আবার মুষ্টিবদ্ধ করুন।

চশমা পরা

চশমা পরিধান করুন। এতে চোখে হাত দিতে গেলে বাধা আসবে। সারা দিন চশমা পরলে অভ্যাস বদলাবে।
চশমা পরিধান করুন। এতে চোখে হাত দিতে গেলে বাধা আসবে। সারা দিন চশমা পরলে অভ্যাস বদলাবে।

সূত্র: নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া