কাগজের গোল ঝালর

গ্রামবাংলায় আগে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান, উৎসবে রঙিন কাগজে ঝালর কেটে সাজানো হতো। এখনো মাঝেমধ্যে অনেক স্থানে তা দেখা যায়। ঝালরের বৈশিষ্ট্য হলো, একই নকশা পুনরাবৃত্ত হতে হতে সুন্দর নতুন এক নকশা তৈরি করে। এখানে ঘুড়ি তৈরির পাতলা রঙিন কাগজ ব্যবহার করে গোলাকার ঝালর কাটা হয়েছে। চাইলে ঘরের দেয়ালে বা দরজায় এই ঝালর লাগিয়ে রাখতে পারেন। অন্দরসাজে চলে আসবে লোকজ ঐতিহ্যের আবহ।

উপকরণ

একরঙা ঘুড়ির কাগজ ১টি (ঘুড়ির কাগজ না পেলে ঘরে থাকা যেকোনো রঙিন কাগজ ব্যবহার করা যাবে), পেনসিল, শার্পনার (দরকার হলে) কাঁচি ও এনটি কাটার।

ঝালর তৈরি করে দেখিয়েছেন পল্লব মোহাইমেন
ঝালর তৈরি করে দেখিয়েছেন পল্লব মোহাইমেন

ধাপ ১

পুরো কাগজটি ভাঁজ করুন। ২ ভাঁজ, ৪ ভাঁজ—এভাবে ৮ ভাঁজ করুন। 

ধাপ ২

এবারে কোনাকুনি একবার ভাঁজ করে ত্রিকোণ আকৃতি দিন। কাগজটি আয়তাকার। একে যেহেতু গোলাকার আকৃতি দিতে হবে, তাই ভাঁজে ভাঁজে তিন কোনা আকারে এলে নিচের দিকে পেনসিল দিয়ে বৃত্তাংশ আঁকুন। কাঁচি দিয়ে বাড়তি অংশ কেটে ফেলুন।

ধাপ ৩

তিন কোণা অংশে মাঝ বরাবর আরেক ভাঁজ দিন।

ধাপ ৪

ঝালর কাটার জন্য এবার পেনসিলে নকশা এঁকে নিন। এই ঝালরে জ্যামিতিক নকশা কাটা হয়েছে। ত্রিভুজ, বরফি, বৃত্ত, রেখা ইত্যাদি আঁকা হয়েছে।

ধাপ ৫

বাইরের দিকের নকশাগুলো কাঁচি দিয়ে কাটুন। ভেতরের নকশাগুলো কাটার দিয়ে কাটতে হবে।

ধাপ ৬

কাটাকাটি শেষ। এবার ধীরে ধীরে ভাঁজ খুলুন।

ধাপ ৭

কাগজের গোল ঝালর। একটি কাগজে দুটি ঝালর বেরিয়েছে। ঝালর তৈরি করে দেখিয়েছেন পল্লব মোহাইমেন