জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ০৪: নিউট্রেলা মিল্ক শেক

আজকের ইফতারের পানীয়তে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন নিউট্রেলা মিল্ক শেক। জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস এর এই পর্বে চলুন দেখে নিই কীভাবে বানানো যায় নিউট্রেলা মিল্ক শেক।

নিউট্রেলা মিল্ক শেক বানানোর উপকরণ:

আইসক্রিম- ১ টেবিল চামচ

গুড়া দুধ- ১০ গ্রাম

মধু- ২ চা চামচ

লো-ফ্যাট নিউট্রেলা- ২ চা চামচ

লো-ফ্যাট ক্রিম- ১০০ মিলি

জিরোক্যাল- ২ স্যাশে

নিউট্রেলা মিল্ক শেক বানানোর পদ্ধতি:

প্রথমে একটি জুসার মিক্সারে সব উপকরণ যেমন আইসক্রিম, লো-ফ্যাট ক্রিম, মধু, গুঁড়া দুধ, লো-ফ্যাট

নিউট্রেলা ও জিরোক্যাল দিয়ে দিন। এবার ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নিন।

নিমিষেই তৈরি হয়ে গেলো নিউট্রেলা মিল্ক শেক। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন। সুস্বাদু ও স্বাস্থ্যকর

পানীয়তেই পরিপূর্ণ হোক আপনার ইফতার।