বোতল থেকে প্লেন

ছবি : নকশা
ছবি : নকশা

বাড়ি বসে বসে অস্থির হয়ে গেছে শিশুরা। ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তাদের জন্য বানিয়ে ফেলা যায় ছোট ছোট খেলনা। এখানে দেখানো হচ্ছে কীভাবে সাধারণ একটা বোতল থেকে প্লেন তৈরি করা যায়। এটি খেলনা তো বটেই, চাইলে ঘরেও সাজিয়ে রাখা যাবে।

যা যা লাগবে

প্লাস্টিকের যেকোনো মাপের বোতল, কাঁচি, গ্লুগান, পেনসিল এবং রঙিন কাগজ বা ফোম।

ছবি : নকশা
ছবি : নকশা

যেভাবে বানাতে হবে

বোতলের মাপে একটি রঙিন কাগজ বা ফোম কেটে নিতে হবে। আরেকটি কাগজ বা ফোম কেটে প্লেনের ডানা, লেজ ও পাখা এঁকে নিয়ে কাটতে হবে।

ছবি : নকশা
ছবি : নকশা

এরপর প্রথমে বোতলটিকে কাগজ বা ফোম দিয়ে মুড়িয়ে গ্লুগান দিয়ে আটকে দিতে হবে। ডানা, লেজ ও পাখা পর্যায়ক্রমে গ্লুগান দিতে লাগিয়ে দিতে হবে।

ছবি : নকশা
ছবি : নকশা

এভাবে সহজে হয়ে গেল প্লেন।