জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ৩০ : ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস

আপনার পছন্দের বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করে ফেলতে পারেন ফ্রুট সালাদ। খাবারের শেষে ডেসার্ট অ্যান্ড ফ্রুট সালাদ হতে পারে উপাদেয় ও পুষ্টিকর একটি খাবার। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস-এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস।

ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস তৈরির উপকরণ:
পেয়ারা—অর্ধেক
পাকা পেঁপে—১৫০ গ্রাম
আনারস—১৫০ গ্রাম
মাল্টা—১টি
তরমুজ—১০০ গ্রাম
আঙুর—৫০ গ্রাম
পুদিনা পাতা—পরিমাণমতো
অরেঞ্জ জুস—পরিমাণমতো
জিরোক্যাল—২ স্যাশে

ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস তৈরির পদ্ধতি
প্রথমে সবগুলো ফল যেমন পেয়ারা, পাকা পেঁপে, আনারস, মাল্টা, আঙুর ছোট টুকরো করে কেটে নিন। এবার পরিবেশনের পাত্রে ফলগুলো সাজিয়ে তার ওপর অরেঞ্জ জুস ঢেলে দিন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ওপর থেকে জিরোক্যাল ছড়িয়ে দিন। সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস। এবার পরিবেশন করুন এবং পরিবারের সঙ্গে উপভোগ করুন।