ফুল দিয়ে চুল সাজাই

ফাল্গুনে চুলের সাজে ফুল মানাবে ভালো।  মডেল: িপয়া বিপাশা, ছবি: প্রথম আলো
ফাল্গুনে চুলের সাজে ফুল মানাবে ভালো। মডেল: িপয়া বিপাশা, ছবি: প্রথম আলো

মনে দোল লাগাতে প্রকৃতিতে আসছে বসন্ত৷ বাঙালির পয়লা ফাল্গুন। পরনে বাসন্তিরঙা শাড়ি, তার সঙ্গে চুড়ি, মালা, টিপ৷ কিন্তু সাজটা ঠিক পূর্ণতা পাচ্ছে না! কী যেন নেই৷ ফাল্গুনের সাজ কী ফুল ছাড়া জমে৷ চুলের সাজে তাই এদিন মেয়েদের কাছে জনপ্রিয় ফুল৷
পয়লা ফাল্গুনের একদিন পরই ভালোবাসা দিবস। সেদিনও ফুল চুলে গুঁজে প্রিয়জনের সঙ্গে ঘুরতে দেখা যাবে অনেককে৷ ফুল দিয়ে চুল তো অনেকেই সাজাবেন, তবে নিজেরটা হওয়া চাই একটু বিশেষ কায়দায়৷
রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, বসন্ত উত্সবে সারা দিন প্রায় বাইরে ঘোরাঘুরি করে কাটে৷ তাই চুলটা বেঁধে নেওয়া চাই বিশেষ যত্নে, যাতে দিনভর স্বস্তি আর সৌন্দর্য দুটোই থাকে৷ বসন্তের সাজে হাতখোঁপা বা এলো খোঁপা করে গুঁজে দিতে পারেন চন্দ্রমল্লিকা৷ কীভাবে খোঁপায় ফুল দিয়ে সাজাবেন, সেটাও জানিয়ে দিলেন আফরোজা পারভীন। বললেন, ‘খোঁপা করার আগে কিছু চুল আলাদা করে রেখে খোঁপা করুন৷ এরপর আলাদা করে রাখা চুলগুলো দিয়ে বেণি করে খোঁপার চারপাশে সুন্দর করে জড়িয়ে ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিন। খোঁপার এক পাশে পরে নিন দুটো হলুদ জিনিয়া। বেণির ভাঁজে ভাঁজে গুঁজে দিতে পারেন ছোট ছোট হলুদ বা সাদা ফুল৷
সামনের চুলগুলো একটু কোঁকড়া করে মাঝ বরাবর সিঁথি কেটে এক পাশে বা পেছনে খোঁপা করা যেতে পারে। এক পাশে খোঁপা বেঁধে মুখের অন্য পাশে কোঁকড়ানো কিছু চুল ছেড়ে দিলে ভালো লাগবে। চুল কোঁকড়া করতে ভেজা অবস্থায় পেনসিলে পেঁচিয়ে কিছুক্ষণ রাখলেই কোঁকড়া হয়ে যাবে। এবার খোঁপায় পরে নিন একটা ডালিয়া ফুল৷
পিঠজুড়ে খোলা চুলেও হতে পারে বসন্তের সাজ৷ এ ক্ষেত্রে সামনের চুলগুলো রোল করে পেঁচিয়ে একটু ফুলিয়ে কানের পাশে নিয়ে ক্লিপে ভালো করে আটকে নিন৷ এবার মাথার ওপরের চুলগুলো একটু কম্ব করে ছড়িয়ে রাখুন পিঠজুড়ে। কানের পাশে আটকে নিন কাঁঠালিচাঁপা, জারবেরা না হয় দুটো অলকানন্দা ফুল।
যাঁরা চুলে বেণি করার কথা ভাবছেন, তাঁরাও বেণিতে ফুলের ব্যবহার করতে পারেন৷ সেখানে ক্লিওপেট্রা বিউটি স্যালনের রূপপরামর্শক রাহিমা সুলতানার পরামর্শটা এমন—করতে পারেন খেজুর বেণি, ফ্রেঞ্চ বেণি, টুইস্ট বেণি, মাথার বিভিন্ন জায়গায় টুইস্ট করে এলো বেণিও খুবই জনপ্রিয় চুলের সাজে। এ রকম বেণি করে সামনের চুলটা কিছুটা কোঁকড়া করে নিয়ে এলোমেলো করে ছেড়ে রাখতে পারেন। বেণির গোড়ায় আটকে নিতে পারেন পছন্দের কোনো বড় আকারের একটি ফুল। আর বেণিতে পেঁচিয়ে নিতে পারেন কাঠবেলীর লহর। লম্বা বেণির ভাঁজে ভাঁজে ছোট ছোট ফুল গেঁথে নিলে চমত্কার দেখাবে। প্রাচীন রাজকুমারীর সাজের আমেজ পাওয়া যাবে তাতে। আরও একটু ভিন্নতার ছোঁয়া আনতে বেণিতে জড়াতে পারেন বকুল ফুলের মালা। ছোট চুল সামনে একটু কম্ব করে ছেড়ে দিয়ে মাথায় পরে নিতে পারেন নানা ফুলের মিশেলে তৈরি তাজ।
বসন্তে চুলে ফুল পরতে পারেন ইচ্ছেমতো৷ হরেক ফুলের মৌসুমে চুলে পরার ফুলের অভাব নেই। রয়েছে গ্লাডিওলাস, অর্কিড, রঙ্গন, মাম, গোলাপ, পমপমসহ নানা কিছু। অনেকে পরেন প্লাস্টিক ও ফাইবারের কৃত্রিম ফুল৷ দেখতে একবারে তাজা ফুলের মতোই৷
বসন্ত বা ভালোবাসা দিবসে প্রিয়জন খোঁপায় গাদা ফুল দেওয়ার আগেই সেজে আসতে পারেন নিজে৷ আর সেই সাজে পরতে পারেন ইচ্ছেমতো ফুল৷ ফুল নির্বাচনের ক্ষেত্রে বেণি, খোঁপা বা পোশাকের রং মাথায় রাখুন৷ প্রিয়জনও আপনাকে দেখে মুগ্ধ হবে৷