রাজস্থানে বিবি রাসেলের ফ্যাশন

রাজস্থানের র‍্যাম্পে ম​েডলদের সঙ্গে লাল–কালো শাড়িতে বিবি রাসেল
রাজস্থানের র‍্যাম্পে ম​েডলদের সঙ্গে লাল–কালো শাড়িতে বিবি রাসেল
রাজস্থানের র‍্যাম্পে ম​েডল
রাজস্থানের র‍্যাম্পে ম​েডল

৩০ মার্চ ভারতের জয়পুরের অ্যালবার্ট মিউজিয়ামে রাজস্থান সরকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের একটি অংশজুড়ে ছিল ফ্যাশন শো। সেখানে বাংলাদেশের ডিজাইনার বিবি রাসেলের নকশা করা পোশাকে মডেলরা র্যা ম্পে হাঁটেন। বিবি প্রোডাকশনের যোগাযোগপ্রধান মো. ফয়সাল উদ্দিন জানিয়েছেন, এই ফ্যাশন শোয়ের জন্য বিবি রাসেল রাজস্থানের কাপড় দিয়ে অনেক ধরনের নকশা করেছেন। উজ্জ্বল রঙের পাশাপাশি সাদা ও কালো রঙের কাপড়েও নকশা করেছেন তিনি। কাপড়ের মধ্যে খাদি, কোটা, সুতি প্রাধান্য পেয়েছে। সেই অনুষ্ঠানে রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও উপস্থিত ছিলেন।

রাজস্থানের র‍্যাম্পে ম​েডল
রাজস্থানের র‍্যাম্পে ম​েডল