এক টুকরো গরম কাপড়

ঢাকার আজিজ সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে রকমারি মাফলার। ছবি: নকশা
ঢাকার আজিজ সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে রকমারি মাফলার। ছবি: নকশা

শীতের সময় এক টুকরো গরম কাপড়ও অনেক কাজের। গলা বা মাথায় জড়িয়ে নিলেই চলে। বলছি মাফলারের কথাই। শীতের সুরক্ষার পাশাপাশি ফ্যাশনেও জুড়ি নেই মাফলারের। এখন তো ছেলেমেয়ে সবাই পরেন মাফলার। তাই এর রং আর নকশায়ও দেখা যাচ্ছে বৈচিত্র্য। ফ্যাশন হাউস কাপড়-ই-বাংলার স্বত্বাধিকারী মুরসালিন বিথুন বলেন, ‘শীতের সময় মাফলারের চাহিদা তো থাকেই। আজকাল আবার অনেকে শীত ছাড়াও শুধু ফ্যাশনের জন্য মাফলার বেছে নেন। মাফলারে আমরা নানা ধরনের স্টাইল করার চেষ্টা করছি। তাই এটা শুধু এখন এক টুকরো গরম কাপড়ই নয়, ফ্যাশনের জন্যও সমান জনপ্রিয়।’

ঢাকার আজিজ সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে রকমারি মাফলার। ছবি: নকশা
ঢাকার আজিজ সুপার মার্কেটে পাওয়া যাচ্ছে রকমারি মাফলার। ছবি: নকশা


মাফলারের রংঢং
বাজার ঘুরে দেখা গেল নানা ধরনের মাফলার। উলের বা একটু মোটা কাপড়ের মাফলার ছাড়াও এখন দেখা যাচ্ছে নিট কাপড়ে তৈরি মাফলার। আছে খাদি কাপড়ের মাফলারও। খাদি কাপড়ের মাফলারের ওপরে আবার আছে নানা ধরনের ছাপা নকশা। কোনো কোনো মাফলারে দেখা গেল খনার বচন বা কবিদের পঙিক্ত দিয়ে নকশা করা। চরকায় কাটা সুতায় তৈরি মাফলার মিলবে কোনো কোনো দোকানে। আছে উলের তৈরি মাফলারও। এক রঙের মাফলার ছাড়াও বিভিন্ন চেকের মাফলার পাওয়া যাচ্ছে। ছোট-বড় চেকের আফগানি রুমাল হিসেবে পরিচিত স্কার্ফের মতো প্যাঁচানো রুমাল বা মাফলার আছে। সাধারণ মাফলার ছাড়াও মেয়েদের জন্য আছে ভিন্ন ধরনের মাফলারও। উলের ও মখমলের এসব মাফলারে মাথার দিকটায় টুপির মতো করে এর সঙ্গে দুই দিকে বাড়তি কাপড় দেওয়া। শুধু গলায় প্যাঁচানোর জন্য আছে চিকন মাফলার।মাফলারের দরদাম
একেক ধরনের মাফলারের দাম একেক রকম। স্কার্ফজাতীয় মাফলার পাবেন ৩০০ টাকার মধ্যে। উলের সাধারণ মাফলার মিলবে ৮০ থেকে ২৫০ টাকার মধ্যে। এ ছাড়া নানা ধরনের লেখাসংবলিত মাফলার কেনা যাবে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। খাদি বা অন্য কাপড়ের মাফলার পাবেন ১৫০ থেকে ৪০০ টাকায়। এ ছাড়া মেয়েদের টুপিওয়ালা মাফলার মিলবে ৩৫০ থেকে ৪০০ টাকায়।
যেখানে পাবেন

Untitled-12
Untitled-12


কাপড়-ই-বাংলা, নিত্যউপহারসহ রাজধানীর আজিজ সুপার মার্কেটে আছে বৈচিত্র্যময় মাফলার। এ ছাড়া ঢাকার নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজার, পল্টনসহ বিভিন্ন এলাকায় মিলবে মাফলার।