অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আইবিএর এসিএবি ফোরাম

এসিএবি (অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ফোরাম, পে ইট ফরওয়ার্ড ও ব্রেথ অব বাংলাদেশের প্রতিনিধিরা
ছবি: সংগৃহীত

পে ইট ফরওয়ার্ড ও ব্রেথ অব বাংলাদেশ নামে দুটি সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিএবি (অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ফোরাম। গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়, যা কোভিড আক্রান্ত রোগীদের শুশ্রূষায় ব্যবহৃত হবে।

এ সময় আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, পে ইট ফরওয়ার্ডের পক্ষ থেকে ফজলে মাহাবুব, ব্রেথ অব বাংলাদেশের পক্ষ থেকে শেখ ফয়সাল এবং এসিএবি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসিএবি ফোরাম হলো আইবিএ থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সনদ অর্জনকারীদের একটি পেশাজীবী সংগঠন।

বিজ্ঞপ্তি