অফিসার হিসেবে যোগ দিন

.
.

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সব জেলা থেকে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে লোক নেবে বলে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, এতে মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে আগামী ৪ জুলাইয়ের মধ্যে। তাই যাঁরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী তাঁরা আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা ও পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৫ পেয়ে পাস হতে হবে। আর ইংরেজিমাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে চারটিতে A+/A গ্রেড ও দুটিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে কমপক্ষে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেড থাকতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৬ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কিলোগ্রাম হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের www.joinbangladesharmy.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৭৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীরা টেলিটক এসএমএস অথবা VISA ও Master Card অথবা ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি দেওয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যাবে।

নির্বাচন-প্রক্রিয়া: আইএসপিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা ২ আগস্ট থেকে ২০ আগস্ট ২০১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির কাছে পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে। আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর চূড়ান্তভাবে নির্বাচন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা অফিসার ক্যাডেট হিসেবে আখ্যায়িত হবেন এবং তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। আর এই প্রশিক্ষণ শেষে অফিসার ক্যাডেটরা লেফটেন্যান্ট পদবিতে কমিশন পাবেন।
সুযোগ-সুবিধা: চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা প্রশিক্ষণকালে ১০ হাজার টাকা এবং কমিশনপ্রাপ্তির পর লেফটেন্যান্ট পদের বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। এ ছাড়া সরকারি পারিবারিক বাসস্থানের ব্যবস্থা না হলে মূল বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাবেন। এর বাইরেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল-কলেজে নিজ সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন এবং বিনা খরচে দেশ-বিদেশে উন্নতমানের চিকিৎসা লাভের সুযোগ আছে। এ ছাড়া নির্ধারিত শর্ত সাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে এএইচএস ও ডিওএইচএসে প্লট বা ফ্ল্যাট পাওয়া যাবে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ ও ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যাবে।

বিস্তারিত যোগাযোগ: পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, আ্যডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।
www.joinbangladesharmy.mil.bd