আঁকিয়ে গায়ক কিংবা ডিজাইনার

ঢাকায় অ্যারিংটন ডি ডিওনিসো
ঢাকায় অ্যারিংটন ডি ডিওনিসো

জ্যামিতি, প্রকৃতি কিংবা দ্বিমাত্রিক অনুভব ছাড়া ডিজাইন সম্ভব কি? আর তা কি শুধু পাঠশালাতেই শেখা সম্ভব? উত্তরটা সম্ভবত বুঝতেই পারছেন। অবশ্যই নেতিবাচক। অ্যারিংটন ডি ডিওনিসোর কথা শুনেছেন যতজন, তাঁদের অন্তত কথাটা মানতেই হবে। ১৯ ডিসেম্বর আইস টুডে ম্যাগাজিনের তত্ত্বাবধানে প্রজেক্ট ফ্যাশনস্কেপ নামের এক আয়োজন বসেছিল ঢাকার ধানমন্ডির বেঙ্গল আর্ট গ্যালারিতে। সেখানেই সুযোগ মিলেছিল এই সংগীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনারের নিজের গল্প শোনার। এখন অ্যারিংটন ডি ডিওনিসো ডিজাইনার হিসেবে কাজ করছেন বিশ্ববিখ্যাত ফরাসি ব্র্যান্ড সাঁ লোরের সঙ্গে। অ্যারিংটন বললেন, নিজের গানের দলের টি-শার্টের ডিজাইন করেছিলেন শখের বশে, কনসার্টের পোস্টারও এঁকেছেন প্রয়োজনে। তা দেখেই তাক লেগে যাবে ফরাসি ফ্যাশন হাউস সাঁ লোরের ডিজাইনার হেডি স্লিমান আর তাঁর দলের, তা অ্যারিংটন নিজেও ভাবেননি কোনো দিন। অবশ্য তাঁরা অ্যারিংটনের গানও শুনেছিলেন এককালে।
অ্যারিংটনের এই প্রচেষ্টাকেই সম্মান জানিয়েছে সাঁ লোর। তাদের ২০১৫ সালের স্প্রিং সামার সংগ্রহের ব্যাকপ্যাক, জ্যাকেট আর জুতো সেজেছে অ্যারিংটনের ছবি ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন ডিপ কনভারসেশন’ শিরোনামের ছবিতে। বর্তমানে অ্যারিংটন ঢাকাভিত্তিক ফ্যাশন প্রকল্প সাসটেইনেবল আর্ট ফ্যাশন প্রজেক্টের সঙ্গেও জড়িত। যেখানে এ দেশের ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীরা পাবেন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে যোগাযোগ আর কাজ করার সুযোগ।
প্রজেক্ট ফ্যাশনস্কেপ সম্পর্কে আইস টুডের ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুর রশীদ বলেন, ‘দেশের ফ্যাশন-জগতে জড়িত সবাইকে আন্তর্জাতিক অঙ্গনে যোগসূত্র তৈরি করে দিতে এই প্রকল্প।’