অসম্ভবকে সম্ভব করা শুধু ব্রাজিলের কাজ। আর্জেন্টিনার সমর্থকেরা তেড়ে আসবেন না। শুধু ব্রাজিলই পেরেছে আমাদের দুই নেত্রীকে এক সুতায় গাঁথতে। বিশ্বকাপে তাঁদের দুজনেরই প্রিয় দল নাকি ব্রাজিল! তাঁদের এই সহমতে কী কী ঘটতে পারে? লেখা: কাসাফাদ্দৌজা নোমান

ব্রাজিল হেরে গেলে
বক্তব্য
বিএনপির শাসনামলে দেশের অর্থনৈতিক অবস্থার বারোটা বেজে গেছে। দেশ এখনো খাদ্যসংকটে ভুগছে। সেই প্রভাব পড়েছে ব্রাজিল ফুটবল দলের ওপর। ঠিকমতো খাবার না পেলে তারা ভালো খেলবে কী করে!
খবর
ব্রাজিলের পরাজয়ের কারণ খুঁজতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন। পরাজয়ের পেছনে হাত থাকতে পারে সন্দেহে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা গ্রেপ্তার, চার দিনের রিমান্ড মঞ্জুর।
বাণী
নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিশোধ হিসেবে ব্রাজিলকে জাদুটোনা করেছে বিএনপি: মাহবুব উল আলম হানিফ
বক্তব্য
২০০২ সালে ব্রাজিলের হাতে শিরোপা তুলে দিয়েছিল চারদলীয় জোট। আর এই সরকার প্রথমে ব্রাজিলের শিল্পিত-নান্দনিক ফুটবলের বারোটা বাজিয়েছে। এখন আর তাদের পায়ে বল থাকে না, থাকে শুধু বুট!
খবর
ব্রাজিল পরাজিত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ। ঈদের পর অসহযোগ আন্দোলনের ঘোষণা।
বাণী
তত্ত্বাবধায়ক সরকার না দিলে বিশ্বকাপ বয়কট করা হবে: গয়েশ্বর চন্দ্র রায়

ব্রাজিল জিতে গেলে
বক্তব্য
চারদলীয় ঐক্যজোটের অত্যাচার থেকে মুক্তি পেয়েছে ব্রাজিল। জনগণ আমাদের সঙ্গেই আছে। আরেকটি স্বপ্ন পূরণ হলো।
খবর
ব্রাজিলের জয় উদ্যাপন উপলক্ষে সাত দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা। হাতিরঝিলে লেজার শো ও ফায়ার ওয়ার্কসের আয়োজন করা হয়েছে। সারা দেশে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল।
বাণী
বাংলার আপামর জনগণের অংশগ্রহণে ব্রাজিল জিতেছে, এই জয় বাতিল হওয়ার প্রশ্নই আসে না: সৈয়দ আশরাফুল ইসলাম
বক্তব্য
ব্রাজিল জিতে আবার প্রমাণ করল, তারা এই সরকার চায় না। জেতার পর তারা সাম্বা নৃত্য দিয়ে এই অবৈধ সরকারকে বয়কট করেছে।
খবর
ব্রাজিলের জয় উপলক্ষে আনন্দমিছিল করতে গিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ, দুজন গ্রেপ্তার।
বাণী
দ্রুত সংলাপ করুন, নইলে ব্রাজিলের ঘরে ঘরে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন আর্জেন্টিনার তাঁবেদারি করেও লাভ হবে না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর