আগেভাগেই কিনতে পারেন শীতের কাপড়

শুধু শীতের প্রকোপ থেকে বাঁচতে নয়, শীতের কাপড় এখন ফ্যাশনের অনুষঙ্গও। শীত সেভাবে না পড়লেও রাজধানীর বিপণিবিতানগুলোতে ইতিমধ্যেই শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রাজধানীর বেশ কিছু বিপণিবিতান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শীত পড়তে শুরু করেনি এখনো। তবে ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগেই সেরে নিচ্ছেন শীতের কেনাকাটা। রাজধানীর পলওয়েল সুপার মার্কেট, গাজী বিপণিবিতান, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, এলিফেন্ট রোড, যমুনা ফিউচার পার্ক ও নিউমার্কেট ঘুরে বয়সভেদে ক্রেতাদের জন্য নানা রকমের শীতের কাপড়ের দেখা গেছে।
শীতের কাপড়ে বৈচিত্র্য পলওয়েল সুপার মার্কেটে: শান্তিনগরের পলওয়েল সুপার মার্কেটের সুনাম দেশের বাইরের কাপড়ের জন্য। এ মার্কেটে পাবেন জ্যাকেট, সোয়েটার, হুডি (টুপিসহ গরম গেঞ্জি,) শাল, ফুলহাতা গেঞ্জিসহ নানা রকমের গরম কাপড়।
এ মার্কেটের ব্লেজারগুলো মূলত চীন থেকে আমদানি করা। দাম তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে এখানে ব্লেজারের তুলনায় সোয়েটারে বৈচিত্র্য পাবেন বেশি। কোরিয়া, চীন, থাইল্যান্ড ছাড়াও এখানে পাবেন কাশ্মীরি সোয়েটারও।
চীনের সোয়েটারের দাম এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। একটু ভালো মানের কিনতে চাইলে কিনতে পারেন থাইল্যান্ড ও কোরিয়ান সোয়েটার। এগুলো পাবেন পাঁচ হাজার টাকা থেকে ১২ হাজার টাকায়। কাশ্মীরি সোয়েটার পাবেন দুই হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া কাশ্মীরি শাল এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকার মধ্যে।
এই মার্কেটে বাচ্চাদের কাপড়ের সমারোহটাও বেশ। এবার নতুন পাওয়া যাচ্ছে মিডি টপস নামে একধরনের জামা। বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার টাকায়। বাচ্চাদের ওভারকোট দুই হাজার ২০০ টাকা থেকে চার হাজার টাকা।
একেবারে ছোট বাচ্চাদের জন্য পাবেন শীতের গিফট বক্স। এতে আছে তিন সেট জামা, কানটুপি, হাতমোজা, পামোজা, জুতা। দাম এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকা।
ইস্টার্ন, গাজী, এলিফেন্ট রোড, ইস্টার্ন প্লাজা,
হাতিরপুলের ইস্টার্ন প্লাজায় এখনো শীতের বাজার জমে ওঠেনি। তবে জ্যাকেট, সোয়েটার ও শিশুদের গরম কাপড় কিনতে পারেন এখান থেকেও। যাঁদের মাফলারের শখ আছে, এখানে মাফলার পাবেন ৪০০ থেকে ৭০০ টাকায়।
এলিফেন্ট রোডে সব ধরনের শীতের কাপড়ই পাবেন। এখানে বেশি দামের কাপড় যেমন পাবেন, হাতের নাগালের দামেও পাবেন। দাম পড়বে ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
ব্র্যান্ড কিনলে যমুনা-বসুন্ধরা: ছেলেমেয়েদের ফ্যাশনেবল শীতের কাপড়ের জন্য বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের দোকানগুলোতে আয়োজনটা বেশ। ব্র্যান্ডের কাপড়ের ঝোঁক থাকলে যেতে পারেন এই দুই বিপণিবিতানে। দেশি ব্র্যান্ডের মধ্যে আছে এক্সটেসি, দরজিবাড়ি, টেক্সটমার্ট, ইয়েলো, ইনফিনিটি, ওয়েসটেকস, মেনজ ক্লাব, ফ্রিল্যান্ড, ক্যাটস আই, লা রিভ, প্লাসপয়েন্টের শোরুমগুলো থেকেও কিনতে পারেন শীতের কাপড়। ব্র্যান্ডের জ্যাকেট কিনতে পারবেন তিন হাজার থেকে ৩৯ হাজার টাকা পর্যন্ত। এবার বাইরের বিভিন্ন ব্র্যান্ডের স্পোর্টস জ্যাকেটও পাওয়া যাচ্ছে। এগুলোর মূল্য ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। গেঞ্জি, সোয়েটার, হুডি পাবেন এক থেকে তিন হাজার টাকায়।
বাজেট কম ?
একটু কম খরচে কেনাকাটা করতে হলে যেতে পারেন নিউমার্কেট ও গুলিস্তান এলাকার বিপণিবিতানগুলোতে। তরুণদের একটি বড় অংশের পছন্দ নিউমার্কেট। এখানে হুডি থেকে শুরু করে জ্যাকেট, শাল, গরম গেঞ্জি পাবেন তুলনামূলক কম দামে। হুডি, জ্যাকেট পাবেন ৩০০ থেকে ৫০০ টাকায়। গেঞ্জির দাম ২০০ থেকে ৪০০ টাকা। চাদর ১০০ থেকে ৩০০ টাকা। গুলিস্তানের বঙ্গবাজার, ইসলামিয়া সুপার মার্কেট, গুলিস্তান কমপ্লেক্স থেকেও কেনাকাটা করতে পারেন। বঙ্গবাজার ও ইসলামিয়া সুপার মার্কেটে ছেলে ও মেয়েদের শীতের পোশাক কিনতে পারবেন স্বল্পমূল্যে। এখানকার দোকানগুলোতে ভিড় করেন বিদেশিরাও। এখানে বাচ্চাদের শীতের কাপড় ছাড়াও জ্যাকেট, হুডি, পায়জামা, হাতমোজা পাবেন তুলনামূলক কম দামে। ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে পাবেন পছন্দসই শীতের কাপড়। তবে ভালো জিনিস কিনতে হলে পরখ করার মুনশিয়ানাও চাই।