আজ হাত খুলে খরচ করার দিন

চেপে চেপে রেখে মান–অভিমান, টিপে টিপে খরচা—অঞ্জন দত্তের ‘মাসের প্রথম দিনটা’ গানটি শুনতে শুনতে এই লাইনে এসে মনটা কেমন উদাস হয়ে যায়। হিসাবের খেরোখাতা বুকপকেটে নিয়ে চলতে হয় আমাদের। প্রতিটা পয়সা টিপে টিপে খরচ করতে হয়। এ মাসে এক জোড়া জুতা, তো অন্য কোনো মাসে একবেলা বাইরে খেতে যাওয়া। অনেক দিন টাকা জমিয়ে হয়তো কোথাও একটু ঘুরতে যাওয়া। শখগুলোকে শত খণ্ডে ভাগ করে পূরণ করতে হয়। তাও হয়তো পুরোটা হয় না। অসংখ্য আহ্লাদি ইচ্ছাদের মুখ চেপে ধরে রাখতে হয়।

টিপে টিপে খরচার লাগামটা অন্তত এক দিনের জন্য হলেও খুলে দিতেই দিবসটির উৎপত্তি
ছবি: সংগৃহীত

কেনাকাটা করতে গিয়ে কত কিছুই তো পছন্দ হয়ে যায়। নেড়েচেড়ে মুচকি হাসি দিয়ে রেখে দিই। দোকানির জিজ্ঞাসু চোখে তাকিয়ে হয়তো মুখে বলি—পছন্দ হয়নি বা দরদামে হলো না! অসহায় পকেটের খবর দোকানি জানেন না। কিংবা জানে হয়তো। তাতে কী! শখ অপূর্ণ থেকে যায়।

আজ ১৮ জুন, ইচ্ছেমতো খরচ করার দিন। অ্যাড্রিয়েন সু কুপারস্মিথ ১৯৯৪ সালে দিবসটির প্রচলন করেন। আমেরিকায় এটি পালিত হয়। মেপে চলা জীবন, চেপে রাখা শখ আর টিপে টিপে খরচার লাগামটা অন্তত এক দিনের জন্য হলেও খুলে দিতেই দিবসটির উৎপত্তি।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে