আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
পিতা-মাতা যখন প্রবল খ্যাতিমান হন—তখন তাঁদের খ্যাতির ছায়াতলে সাধারণত ঢাকা পড়েন তাঁদের সন্তানেরা। অবশ্য কিছু এমন আছেন যাঁরা বাবা-মায়ের খ্যাতির সমান হয়ে ওঠেন। আবার খুব স্বল্পসংখ্যক আছেন, যাঁরা বাবা-মায়ের কীর্তিকে ছাড়িয়ে বহুদূর পর্যন্ত চলে যান। চারদিকে তাকান, আমার উক্তির প্রমাণ পাবেন। প্রিয় মেষ, উল্লিখিত কথার সূত্রে আপনার নিজ অবস্থান ঠিক কোথায় তা বুঝে নিন। আপনি হতে পারেন কারও সন্তান, হতে পারেন কারও বাবা-মা, স্বামী-স্ত্রী, এমনকি ভাই কিংবা বোনও হতে পারেন। যদি আপনি আপনার আপনজনের খ্যাতির ভারে চাপা পড়ে থাকেন, তাহলে চেষ্টা করুন নিজের নামে পরিচিত হতে। পারবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
একই রাশির নারী ও পুরুষ জাতকের মধ্যে খুব সূক্ষ্ম কিছু তফাত আছে। খুবই সূক্ষ্ম। ওদিকে আবার রয়েছে ‘মিশ্র রাশির’ ব্যাপার। কিন্তু সাপ্তাহিক রাশিফল লিখতে গিয়ে এত সব বিভাজনে যাওয়া সম্ভব হয় না। তাই ওই ১২টি খোপের মধ্যেই নিরেট ১২টি রাশির ৭ দিনের অগ্রিম ফলাফল বর্ণনা করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। তবে একটা কথা নিজে জেনে রাখুন এবং অন্যকেও জানান, মিশ্র রাশি হচ্ছে নিরেট বা খাঁটি রাশির চেয়েও শক্তিশালী। …আমার এই কথাগুলো শুনে অত অস্থির হচ্ছেন কেন! মনে নেই?—আমি যে প্রায়ই বলি: রাশি হোক যাহা তাহা, কর্ম হোক ভালো। চলতি সপ্তাহে আপনার প্রতিটি উচ্চারণ এক-একটি বিষণ্নতা এবং আনন্দের জন্ম দেবে অন্যদের মনে। এতেই অনেক ভালো থাকবেন আপনি।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সব রাশিতেই কিছু মহান ব্যক্তি আছেন, ছিলেন এবং থাকবেন। মিথুন রাশিতে এই মুহূর্তে স্মরণ করছি কালজয়ী সংগীতজ্ঞ লাকী আখান্দ্ এবং হেমন্ত মুখোপাধ্যায়কে। এঁদের নিজ জীবনে তেমন কিছু মানসিক কষ্ট ছিল কিংবা আছে বলে আমি শুনিনি। তবে এঁদের গানে প্রতিধ্বনিত হয়েছে লক্ষ-কোটি শ্রোতার মনের গভীর বেদনা। প্রিয় মিথুন, চলতি সাত দিনে আপনি অন্যকে আনন্দিত রাখবেন এবং নিজেও আনন্দে থাকবেন প্রায় শতভাগ। সুখী হোন!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে আপনি হাতের মুঠোয় পাচ্ছেন কমপক্ষে পাঁচটি সাফল্য অ্যান্ড উজ্জ্বল আনন্দের দিন। বাদবাকি দিনগুলোকে গুল্লি মারুন! …অক্কে, দেখা হবে নেক্সট শনিবার, আবার। এখন তাইলে থাকুন বিলকুল নির্ভার!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এই সাত দিন যেমন আছেন তেমনই বসে থাকুন চুপচাপ। চরম মন্দ কিছু ঘটবে বলে মনে হয় না। কোনো ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাতে হলে আগামী শুক্রবার পর্যন্ত সময় নিন মনে মনে। এই সময়টা পরিকল্পনা করার উপযুক্ত মওকা। সিদ্ধান্তটা বাস্তবায়ন করবেন এরপর। এতে আমার নয়, আপনারই লাভ হবে বেশি। শুভ চাই, শুভ!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার রাশির মধ্যে পুত্র-কন্যা সবই আছেন। তবু নারী কন্যার কানে কানে বলছি, একদা আমার লেখা, নকীব খানের সুর করা এবং শিল্পী নাফিস কামালের গাওয়া সেই গানটি পারলে একটু শুনে নিন: এই দেশে এক শহর ছিল/ শহরে এক রাস্তা ছিল/ রাস্তার ধারে এক বাড়ি ছিল/ বাড়ির নাম—‘এলোমেলো’। গানটি যে কেবল নারী কন্যারাই শুনবেন—অন্য কেউ শুনতে পারবেন না তা নয়। সবাই শুনতে পারেন এবং নিজ জীবনের অতীত ও বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। মিলিয়ে যা দেখবেন তা ১০০% সত্যি হতে পারে, আবার না-ও হতে পারে। শুভ হোক সকলের।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জয়ীর রাশি তুলা আর তার বর পল্লবের রাশি কুম্ভ। জয়ীর শুভ জন্মসংখ্যা ৭, পল্লবের ৪। দুজনের মিলিত সংখ্যা ৭ + ৪ = ১১, অর্থাৎ নিউমারলজির অঙ্ক অনুযায়ী ১ + ১ = ২। এর সঙ্গে যোগ দেওয়া যায় ওদের বিয়ের তারিখ ৭.২.২০১০ = ৩, সর্বমোট ২ + ৩ = ৫। ৫ একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী সংখ্যা। বিবাহ প্রসঙ্গে রাশির মিল-অমিল বলে কিছু নেই। যেকোনো রাশির সঙ্গে যেকোনো রাশির বিয়ে হতে পারে এবং তা শুভ হতে পারে। শুভ না হলেও এ জন্য বর-কনের রাশি নিয়ে গবেষণা করার কিছু নেই। তবে, মেয়ে এবং ছেলের শুভ সংখ্যাটা মিলিয়ে নিলে বোধ হয় মন্দ হয় না। তাহলেও সংখ্যার এই মিল-অমিলটা করতে হবে বিয়ের পর। আগে কিছুতেই নয়। প্রিং তুং (অর্থাৎ, প্রিয় তুলা), নারী হোন কিংবা পুরুষ, চলতি সাত দিনে আপনি শ্রমে ঘর্মাক্ত হয়ে উঠবেন। আর, ঘর্মাক্ত না হয়ে কে কবে সাফল্য পেয়েছে, বলুন?
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনাকে প্রেসক্রাইব করা যায় মোহিতলাল মজুমদারের গর্জে-ওঠা কবিতা ‘নাদির শাহের জাগরণ’। বিশেষত এই কটি লাইন তো আপনার অবশ্য-অবশ্য পাঠ্য: দাস-যারা গান গায়,/ ভীরু হৃদয়ের ভিখারী পিপাসা/ গানেই মিটাতে চায়! …আক্রান্ত হওয়ার আগেই আক্রমণ করাটা হচ্ছে আত্মরক্ষার সেরা উপায়—অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। একদম নয়, দুই দমও নয়, এক্কেবারে তিন দম খাঁটি দাওয়াই।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধ্যানমগ্ন ধনু, চোখ খোলো, তাকিয়ে দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে! তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমারই দ্বিতীয় সত্তা—তোমার তুমি। এই ‘তুমি’ ধ্যানের গভীরতা বোঝে না, জানে না সুস্থির হয়ে থাকার মন্ত্র। সর্বক্ষণই সে কেবল অস্থির, চঞ্চল। …প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনি আপনার বহির্মুখী চরিত্রের প্রবণতাকে মেনে নিন। প্রকৃতির বিরুদ্ধাচার না করে বরং তার অনুকূল স্রোতেই গা ভাসিয়ে দিন। নিষ্ক্রিয় থাকুন। এতেই আপনি ভালো থাকবেন শেষ পর্যন্ত।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মা হয়েছেন যিনি, দুগ্ধ দেবেন তিনি। বাপ হয়েছেন যিনি, মুগ্ধ মনে এই ভুবনে আবাস দেবেন তিনি। দুজন মিলে সন্তানেরে নেবেন কাছে টানি।। প্রিয় মকর, আপনার চলতি সপ্তাহ ভরে উঠবে দেওয়া এবং পাওয়ার আনন্দে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার এ সপ্তাহের রাশিফল যে কটি লাইনে লেখা হচ্ছে, তার ব্যাখ্যা করলে আপনি পাবেন তিন গুণ বেশি। প্রিয় কুম্ভ, বর্তমান সময়ে এসে আপনি বেঁচে থাকার অর্থটা নতুন করে খুঁজে পাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহটি অন্যান্য রাশির নারী-পুরুষের জন্য যতখানি শুভ হবে—মীন তার চেয়ে এক তিল হলেও বেশি কিছু পাবেন। তবে কথা থাকে এই যে, এই সাতটি দিন মীনকে একটু বাক্সংযমী হয়ে চলতে হবে। তা না হলে বিপর্যয় এড়িয়ে শুভ ফল অর্জন করাটা হয়তো একটু কঠিন হয়ে পড়বে। এই তো।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী