আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমি যার বই পড়ে জ্যোতিষশাস্ত্র শিখি, তিনি হচ্ছেন উইলিয়াম জে বেনহাম। বেনহামকে বলা হতো জ্যোতিষীদের জ্যোতিষী। তিনি জ্যোতিষশাস্ত্রের এত ভেতরে গিয়েছিলেন যে, শিম্পাঞ্জির হাতের আকার-আকৃতি ও রেখা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতেন। প্রিয় মেষ, একজন ব্যক্তি হিসেবে আপনার ‘ব্যক্তিগত’ হাত আমি দেখতে পাচ্ছি না। তবে আপনার রাশি ও সংখ্যা বিবেচনা করে বলছি, চলতি সপ্তাহে আপনি নতুন কাজে হাত দেবেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চারুকলায় আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম মুস্তাফা মনোয়ারকে। তিনি বলতেন, প্রভাবিত হওয়া দোষের কিছু নয়, কিন্তু অনুকরণ একটা ঘোরতর অপরাধ। অনুকরণ করে খুব বেশিদূর যাওয়া যায় না, এটা বিশেষত শিল্পচর্চার ক্ষেত্রে প্রযোজ্য। তাই প্রিয় বৃষ, আপনি আপনার মতো থেকে অগ্রসর হোন। প্রভাবিত আপনি হতে পারেন, আমরা সবাই হই। কিন্তু অনুকরণে আমাদের প্রয়োজন নেই। সপ্তাহজুড়ে এ কথা মনে রাখুন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
কলকাতার একটা গানের মাঝখানে আছে, ‘মনে রেখো আমিও ছিলাম, ছোট্ট জীবন আর যত হাসি গান আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম...’। তাহলে প্রিয় মিথুন, এ সপ্তাহে পারলে আপনি গানটি শুনুন এবং নিজের সঙ্গে মিলিয়ে নিন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
যার ভালোবাসার জোর বেশি, সে ভালোবাসা দিয়েই পৃথিবীটা জয় করতে পারে। তা-ই যদি হয়, তাহলে কর্কট, কেবল চলতি সপ্তাহে কেন সারা জীবনই আপনি ওই ভালোবাসা দিয়েই সব বাধা অতিক্রম করতে পারবেন। বিশেষত, শিল্পী ও ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি খুব ভালো হওয়ার কথা।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
মন এমন একটা জিনিস, যা কারও বেশি দিন খারাপ অবস্থায় পড়ে থাকতে পারে না। সুস্থ মানুষের মন সব সময় আলোর দিকে চলে। লাইন কটি আরও একবার পড়ুন এবং নিজের অবস্থান খুঁজে বের করুন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
ভালো আছি ভালো থেকো, মোবাইলের গায়ে মেসেজ লিখো। এ সপ্তাহে আমি আপনাকে ভালো থাকার বার্তা ছড়াতে বলছি। জোর করে হলেও ভালো থাকুন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
পৃথিবীর বাস্তবতা হচ্ছে এই, এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। মন তৈরি করে নিতে পারলে কোনো আঘাতই আঘাত নয়। আমার সঙ্গে কণ্ঠ মেলান, ‘এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো...’। চলতি সপ্তাহে মনকে সবদিক দিয়ে প্রস্তুত রাখুন। বাধা পার হয়ে যাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
একজন আমাকে বার্তা পাঠিয়েছেন, কোনো কঠিন বাস্তবতার একটা পজিটিভ দিক হলো এই যে, বাস্তবতাটা মেনে নিলে ঘটনার আকস্মিকতা কাউকে আর তত অবাক করে না। তিনি লিখেছেন, আজকাল নাটক বা সিনেমার সংলাপ, গল্প, ওই রকম গানের কথা ইত্যাদি বাদে আর কিছুতেই তাঁর কান্না পায় না। পাঠক, দেখুন তো এই মোবাইল বার্তাটির বক্তব্য আপনার সঙ্গে যায় কি না।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
আমাদের কালে ফাস্টফুড বলতে ছিল চিকেন ও মাটন প্যাটিস, তার সঙ্গে একটা ঠান্ডা পানীয়। সবই খাঁটি জিনিস দিয়ে তৈরি, কোনো ভেজাল নেই। প্রসঙ্গত, ফলমূল ও শাকসবজি ফরমালিনমুক্ত করার একটি ভালো পদ্ধতি হলো: শাকসবজি পানিতে ডুবিয়ে তাতে মেশান এক টেবিল–চামচ ভিনেগার, খানিকটা লবণ ও আদা। যদি ফল হয়, তাহলে এক টেবিল–চামচ চিনিও মিশিয়ে নেবেন। এবার দুই থেকে আড়াই ঘণ্টা ভিজিয়ে রাখুন। যদি আমার ওপর আস্থা থাকে, তাহলে পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
একজন বললেন, আমার কষ্ট আছে, কষ্টবোধ নেই। নষ্ট হয়ে গেছে। কোনো কথা শেয়ার করার অর্থ হলো একে অপরের সঙ্গে কথা ভাগাভাগি করে নেওয়া। কিন্তু একজন একা বলে গেলেন এটা শেয়ারিং নয়। এটা হচ্ছে কনফেশন বা স্বীকারোক্তি। দুটোতেই মন হালকা হয়। জীবনের পথচলা সহজ নয়। প্রিয় মকর, পড়ুন এবং ভাবুন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনারা যাঁরা সৈয়দ মুজতবা আলীর দেশ বিদেশে পড়েছেন, তাঁদের মনে থাকবে, বইটা তিনি কীভাবে শুরু করেছেন। বইয়ের প্রথম লাইনটা হচ্ছে, ‘চাঁদনি থেকে নসিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম।’ সেই সঙ্গে গাঁকগাঁক করে ইংরেজি বলারও একটা দৃষ্টান্ত ছিল। আমাদের মধ্যে অনেকেই ওই রকম গাঁকগাঁক করে ইংরেজি বলেন এবং ভাবেন, ওতেই তাঁরা ইউরোপিয়ান কিংবা আমেরিকান হয়ে গেলেন। প্রিয় কুম্ভ, আপনাকে কোনো ইঙ্গিত আমি করছি না, সৈয়দ মুজতবা আলীর বরাত দিয়ে শুধু একটু ঠাট্টার কথা বললাম। এ সপ্তাহে আপনি যদি ওই রকম সিচুয়েশন দেখেন, হাসিটা কিন্তু মনে মনে হাসবেন। কিছুতেই যেন আপনার দাঁত না বের হয়।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
আত্মকরুণা অল্প হোক, বেশি হোক, সবারই থাকে। আর নিজের জন্য মাঝেমধ্যে দুফোঁটা চোখের জল ফেলার অধিকারও বোধ হয় সবারই আছে। হ্যাঁ, প্রিয় মীন, এ সপ্তাহে আপনার জন্যই কথাগুলো বললাম। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।