আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
অভিনন্দন গ্রহণ করুন, চির বসন্তের প্রতীক প্রিয় মেষ! ঋতুর বৈশাখী স্বভাব এরই মধ্যে শুরু হয়ে গেছে। অগ্রগামী মেষ, আপনাকে অনুসরণ করে যারা চলবে, তাদের জয় প্রায় অবধারিত। পাঠক, আপনাদের লাই পেয়ে আমি নানা ছলে জানাতে চেষ্টা করি যে আমার বাবা ও আমার একমাত্র সন্তানের জন্ম একই তারিখে: ২ বৈশাখ/১৫ এপ্রিল।
হতে পারে কাকতালীয় তবুও কি চমক লাগার মতো নয়? ওই পিতামহ ও তাঁর পৌত্রের মধ্যে বংশগতির মিলকে ছাড়িয়ে গেছে তাঁদের রাশিগত চারিত্রিক বৈশিষ্ট্যের মিল। হোক না অবৈজ্ঞানিক, তবুও তো একটা নির্মল আনন্দের উৎস হচ্ছে এইসব রাশিফল।
বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ সঙ্গে করে নিয়ে এসেছে ২৫ বৈশাখের রবীন্দ্রনাথকে এবং বিভিন্ন দিনে ভূমিষ্ঠ অনেক সার্থক নারী ও পুরুষকে। এঁদের রাশি বন্ধন খুব শক্তিশালী হতে পারে, নাও হতে পারে, যেহেতু একই রাশিভুক্ত হলেও এমনকি যমজ শিশুর চরিত্র এবং ভাগ্যও ভিন্ন হয়ে থাকে। প্রিয় বৃষ, এই বাংলা নববর্ষের শুরুতেই খুঁজে নিন আপনার সঙ্গে আছেন আরও কত মহান নারী ও পুরুষ। অনুপ্রেরণা লাভের স্বার্থে এই অনুসন্ধানের বিরাট ভূমিকা রয়েছে। শুভ হোক নতুন বছর!

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

বৈশাখের পর জ্যৈষ্ঠ নিয়ে আসবে মিথুন মহানায়ক কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিনকে। সেই সঙ্গে তাঁর রাশিসঙ্গী আপনিও একজন হতে পারেন। আমরা জানি, মিথুন নারী-পুরুষকে বলা হয় পরিবর্তনের সংঘটক। তাহলে দেখা যাচ্ছে প্রিয় মিথুন, আপনিও একজন নাটকীয় ব্যক্তি। দেখা যাক, বর্তমান সময়ে আপনি নিজের এবং অন্যের মধ্যে কী পরিবর্তন আনতে পারেন। শুভ পরিবর্তনই হবে আপনার লক্ষ্য। জয় হোক মিথুনের।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

কর্কট রাশি মূলত চন্দ্র কর্তৃক পরিচালিত হলেও এর ওপর নেপচুনের অনেকখানি প্রভাব রয়েছে। কর্কট নারী-পুরুষের কল্পনাশক্তি প্রখর। আবার এঁরা খুব বাস্তববাদীও বটে। ফলে এঁদের মধ্যে প্রায়ই খুব সফল শিল্পী অথবা সফল ব্যবসায়ী দেখা যায়। এঁদের হাতে তিন টাকা দিলে অল্প সময়েই এঁরা তা তিন লাখ টাকায় পরিণত করার ক্ষমতা রাখেন। এঁরা খুব আবেগী। প্রায়ই বিষণ্ন থাকেন। আবার খুঁতখুঁতেও হন। হৃদয়ঘটিত ব্যাপারে প্রায়ই এঁরা প্রতারিত হয়ে থাকেন। এঁরা কোনো একজন ব্যক্তিকে সাহায্য করার চেয়ে দলকে সাহায্য করারই বেশি পক্ষপাতি। এঁরা স্বার্থপর নন, তবে আত্মকেন্দ্রিক। চলতি সপ্তাহে কর্কটের রাশিগুণ পরিপূর্ণভাবে বিকশিত হবে।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

খাঁটি সিংহ রাশির জাতক-জাতিকা হচ্ছেন পশুরাজ সিংহের মতোই রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী। অন্যের কথার গুরুত্ব এঁদের কাছে একটু কম। জীবনের সর্বক্ষেত্রে এঁরা নেতার আসনে বসতে ইচ্ছুক। সহজেই এঁরা অন্যকে প্রভাবিত করতে সক্ষম। এঁরা খুব অল্প কথা বলেও লোকের মনোযোগ আকর্ষণ করতে পারেন। এঁদের ক্ষমা করার শক্তি আছে। তবে কোনো কারণে এঁদের মনে একবার প্রতিহিংসা জেগে উঠলে তা সহজে নেভে না। এঁরা উদার, সত্যবাদী, অন্যকে সাহায্য করতে আগ্রহী। তবে এঁরা বেশ কিছুটা আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজেকে নিয়ে থাকেন। চলতি সপ্তাহে সিংহের একটা শক্তি পরীক্ষা হবে বলে মোর মনে লয়।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যা হিসেবে আপনার মধ্যে একদিকে আছে প্রবল কল্পনাশক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি। সেই সঙ্গে আপনার আছে জাগতিক স্বভাব বা বাস্তবতাবোধ। তবে আপনি শিল্পচর্চায় অনেক বেশি সাফল্য পেতে পারেন। এ ছাড়া কাব্য, ইতিহাস, দর্শন, সাহিত্য ইত্যাদি শাখায়ও সফল হবেন। কন্যা জাতক-জাতিকার মূল শক্তি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এই শক্তি তাঁদের রাজনীতি, ব্যবসা, বিজ্ঞান ইত্যাদি শাখায়ও সফল করে তুলতে পারে। অর্থাৎ প্রতিভার দিক থেকে এঁরা বহুমুখী। এঁদের একটা দর্শন আছে। এঁরা পরকালের অন্যায়ের চেয়ে ইহকালের অন্যায়কেই ভয় করেন বেশি। তাই সাধারণত এঁরা খুব নীতিমান, সৎ এবং বিশ্বস্ত হয়ে থাকেন। এঁরা একটু নার্ভাস প্রকৃতির হলেও সাহসী হন। অনেককে উৎকৃষ্ট নেতা-নেত্রীও হতে দেখা যায়। আত্মসম্মানের প্রশ্নে এঁরা খুবই সংবেদনশীল। নিজের মাথা যাতে কোনোভাবেই নিচু না হয় সেভাবেই তাঁরা চলেন। অনেক সময় লোকে তাঁদের বিনয়টাকে ভুল বোঝে এবং তাঁর মনকে আহত করে। যুক্তিসংগত কারণ না থাকলে এঁরা কাউকে উগ্র মেজাজ প্রদর্শন করেন না। কন্যা নর-নারী দৈহিক পবিত্রতায় কঠোরভাবে বিশ্বাসী। জীবনসঙ্গী নির্বাচনে ভয়ানক খুঁতখুঁতে। গৃহ বা আপন সংসার এঁদের কাছে এক পবিত্র মন্দির।

প্রিয় কন্যা, নিজেকে নতুন করে আবিষ্কার করুন।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

গ্রিক পুরাণ অনুযায়ী ‘ভিনাস’ বা শুক্র হচ্ছেন প্রেম, লাবণ্য ও আনন্দের দেবী। এই শুক্রই হচ্ছে তুলা রাশির পরিচালক। তুলা রাশির প্রতীক চিহ্ন একটি তুলাযন্ত্র বা ওজনের দণ্ড। এটি হচ্ছে বিয়ে, ভালোবাসা এবং অংশদারির প্রতীক। তাই তুলা নারী-পুরুষের মধ্যে ন্যায় ও যুক্তিবোধ একটি অনিবার্য চারিত্রিক গুণ। ভারসাম্য হচ্ছে এঁদের নীতির প্রধান দিক। তা ছাড়া আছে গভীর স্নেহ-ভালোবাসা, সংযম, বুদ্ধি, মেধা ও সুদৃঢ় আত্মবিশ্বাস। এঁদের বিশ্লেষণ ক্ষমতা এবং ভবিষ্যৎকে আঁচ করার সহজাত শক্তি এমন যে জীবনে সাফল্য অর্জন এঁদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। ন্যায়সংগত কারণে এবং অনেক ধৈর্য ধরার পরই অবশ্য তাঁদের ভয়ংকর রাগটা উঠতে দেখা যায়। সৎ মানুষের এ রকম হয়েই থাকে। রাগ থাক বা না থাক, তুলা প্রচণ্ড নির্ভীক চরিত্রের মানুষ। ব্যক্তি, পরিবার ও পেশা ক্ষেত্রে এঁরা সময়ানুবর্তী এবং কর্তব্য-নিষ্ঠার জন্য খ্যাত হয়ে থাকেন। অর্থ সঞ্চয়ে এঁরা কিছুটা উদাসীন হলেও সাধারণত এঁদের উপার্জন প্রচুর হয়ে থাকে। আমার কথাগুলো মনে রাখবেন প্রিয় তুলা।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

বৃশ্চিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই যে সত্যকে এঁরা অন্ধের মতোই ভালোবাসেন—এই হচ্ছে বৃশ্চিক জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান দিক। এঁদের আবেগ প্রচণ্ড। তাহলেও এঁরা একই সঙ্গে প্রবল যুক্তিবাদী এবং বাস্তববাদী। কখনো কখনো মুখের ওপর অপ্রিয় সত্য উচ্চারণের মাধ্যমে সংঘর্ষ সৃষ্টি করেন। এঁদের কঠোর শৃঙ্খলাবোধ এঁদের যেমন শ্রেষ্ঠ নেতার আসনে বসায়, তেমনই অসামান্য আনুগত্যের অবস্থানেও নিয়ে যায়। শাস্ত্রে বৃশ্চিক সম্পর্কে শেষ কথা এই বলা হয়েছে যে বৃশ্চিক একটি মহান রাশি।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ধনু জাতক-জাতিকা বারবার হয়তো ধ্বংস হন, আবার প্রতিবার সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ান। এঁদের পূর্ণভাবে পরাজিত করা খুবই কঠিন। এঁরা সবদিকেই অনেকখানি বেহিসাবি। এরই সঙ্গে জড়িত এঁদের জীবনের সৌভাগ্য-দুর্ভাগ্য এবং সুখ-দুঃখ। এঁরা পশুকে ভালোবাসেন। একই সঙ্গে ভালোবাসেন মানুষকে। ঘৃণা করেন স্বার্থপরতাকে। বিশ্বাস এবং আদর্শের জন্য এঁরা প্রাণ দিতেও রাজি। সাধারণত এঁরা অর্থশালী হয়ে থাকেন। তবে এঁরা খুব একগুঁয়ে। অনেক সময় স্বৈরাচারীও হতে পারেন।...চলতি সপ্তাহে ধনুকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

মকর লোকের পেছনে ঘন ঘন পয়সা খরচ করে বাহবা কুড়াতে চান না। কিন্তু খরচ যখন করেন একেবারে প্রাণ খুলেই করেন। এর পেছনে থাকে তাঁদের গভীর আন্তরিকতা। এঁদের স্মরণশক্তিও বিস্ময়কর। মকর তাঁর জীবনে বিশাল সাফল্য অর্জন করেন। এই সাফল্য যদি একটু দেরিতেও আসে তাহলেও তা দীর্ঘস্থায়ী হয়। জয় হোক মকরের।

কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কুম্ভ দায়িত্ব নিতে কখনো পিছপা হন না। এঁরা বুদ্ধি ও মননের চর্চা করেন, পড়াশোনা করেন। এঁদের মধ্যে রয়েছে প্রবল আত্মবিশ্বাস। ফলে সহজেই এঁরা লোকজনকে বিশ্বাস করেন। নিজ মানসিক উদারতা অনেক সময় এঁদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহে কুম্ভ একটা বড় রকমের বাধা পার হয়ে যাবেন।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মীন নারী-পুরুষের মধ্যে খোলাখুলি স্বভাবের পাশাপাশি একটা গাম্ভীর্য এবং অত্যন্ত আকর্ষক ধরনের রহস্যময়তা পাওয়া যায়। এঁদের রুচি ও রসবোধ অসামান্য। এঁরা সাধারণত নম্র, কোমল, উদার, ক্ষমাশীল কিন্তু প্রয়োজনে বজ্রকঠোর। এঁদের আত্মবিশ্বাস, ধীশক্তি, দূরদর্শিতা, স্বপ্ন দেখার ক্ষমতা, অন্যের ওপর প্রভাব বিস্তারের শক্তি এবং নেতৃত্বদানের যোগ্যতা এঁদের স্মরণীয় করে রাখে। এঁরা সুবক্তা হয়ে থাকেন এবং একটা আদর্শ, নীতি ইত্যাদির বিশাল প্রবক্তা হিসেবে চাঞ্চল্যের সৃষ্টি করেন। প্রিয় মীন, চলতি সপ্তাহে আপনার মনের মেঘ অনেকখানি কেটে যাবে। শুভ হোক সবার!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী