আপনি জানেন কি?

১. বেগম পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
২. বেগম-এর প্রথম সংখ্যার প্রচ্ছদে কার ছবি ছাপা হয়েছিল?
৩. ‘মানুষ’ ও ‘সংকল্প’ কবিতা দুটি কার?
৪. ফিফার ইতিহাসে প্রথম নারী মহাসচিব কে?
৫. তাহমিমা আনামের তৃতীয় বইয়ের নাম কী?
৬. বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড অফিস চালু হয়েছে কোথায়?
৭. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
৮. ‘বর্ণালি’ ও ‘শুভ্র’ কোন ফসলের জাতের নাম?
৯. দেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
১০. দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতি আবিষ্কার করেন কোন বাংলাদেশি?
১১. বার্তা সংস্থা এএফপির যাত্রা শুরু কবে এবং এর সদর দপ্তর কোথায়?
১২. বার্তা সংস্থা রয়টার্সের যাত্রা শুরু কবে এবং এর সদর দপ্তর কোথায়?
১৩. ‘মেঘ বলে চৈত্রে যাব’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
১৪. ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’ পঙ্ক্তির রচয়িতা কে?
১৫. ‘রুবাইয়াৎ-ই-হাফিজ’ কার অনুবাদ গ্রন্থ?
১৬. পেট্রোবাংলা কবে প্রতিষ্ঠিত হয়?
১৭. উদীচী শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হয় কবে?
১৮. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেন কে?
১৯. বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
২০. সংসদের ১ নম্বর আসন কোন জেলায়?
২১. এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি (পুরুষ) কে?
২২. এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি (নারী) কে?
২৩. জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
২৪. বাংলাদেশে ডিজিটাল টেলিফোন চালু হয় কত সালে?
২৫. ধান গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর
১. ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে, (১৯৫০ সালে বেগম ঢাকায় চলে আসে)
২. ৫০০ কপি ছাপানো প্রথম প্রচ্ছদে ছাপা হয়েছিল বেগম রোকেয়ার ছবি
৩. কাজী নজরুল ইসলাম
৪. সেনেগালের কূটনীতিক ফাতমা সামোরা
৫. দ্য বোনস অব গ্রেস; (প্রথম উপন্যাস এ গোল্ডেন এজ ও দ্বিতীয় দ্য গুড মুসলিম)
৬. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে; (দুবাই ফিউচার ফাউন্ডেশনের অস্থায়ী সদর দপ্তর)
৭. ২৪৯৯ বর্গমাইল (প্রায়)
৮. উন্নত জাতের ভুট্টা
৯. তিস্তা সেচ প্রকল্প
১০. ড. আবুল হুসসাম
১১. ১৮৩৫ সালে, প্যারিসে
১২. ১৮৫১ সালে, লন্ডনে
১৩. আহসান হাবীব
১৪. কাজী নজরুল ইসলাম
১৫. কাজী নজরুল ইসলাম
১৬. ২৬ মার্চ ১৯৭২
১৭. ২৯ অক্টোবর ১৯৬৮ সালে
১৮. বিল ক্লিনটন, ২০ মার্চ ২০০০
১৯. ১৯৮২ সালে
২০. পঞ্চগড়
২১. মুসা ইব্রাহিম; ২৩ মে, ২০১০
২২. নিশাত মজুমদার, ১৯ মে, ২০১২
২৩. এডিস মশার দ্বারা
২৪. ৪ জানুয়ারি ১৯৯০ সালে
২৫. গাজীপুরের জয়দেবপুর
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল