আপলোড না করা ভিডিওগুলো

মানুষ সামাজিক জীব—কথাটা পুরোনো। তবে এটা আবার নতুন করে প্রমাণ করার জন্য আজকাল উঠেপড়ে লেগেছে কেউ কেউ। দোকানে গিয়ে কোন পোশাকটা কিনবেন, কোন খাবারটা খেয়ে পাগল হয়ে গেছেন কিংবা নতুন চশমাটা পরায় কেমন সুন্দর লাগছে তাঁকে—এসবই ভিডিও করে আপলোড করছেন অনেকে ইউটিউব কিংবা ফেসবুকে। আপলোড করা সেই ভিডিওগুলোর পেছনে থাকে আরেক গল্প! যেগুলো ভুলেও কেউ আপলোড করে না। আপলোড না করা ভিডিওগুলো দেখুন!

যা আপলোড করা হয়

হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বাইরে ঘুরতে বেরোব! কিন্তু আমার এত্ত এত্ত ড্রেস যে ঠিক কোন ড্রেসটা পরলে যে আমাকে পরির চেয়ে বেশি সুন্দর লাগবে, সেটাই বুঝতে পারছি না। গাইজ, হেল্প মি আউট! রেড, ব্লু না ইয়োলো ব্রাইট?

যা আপলোড করা হয় না

আপা, আর কতক্ষণ? আমার ড্রেসগুলো ফেরত দাও! এখন আমাকেও ভিডিও আপ করতে হবে তো!

আরে বাবা, আমার শাড়িটা একটু তাড়াতাড়ি গুছায় দে, তোর দুলাভাই জানলে খবরই আছে!

আফা, আলনা ভাড়া করলেন এক ঘণ্টার জন্য অথচ তিন ঘণ্টা ধইরা দাঁড় করায়া রাখছেন। আমারে কইলাম ভাড়ার টাকা ডাবল কইরা দেওন লাগব!

যা আপলোড করা হয়

হাই গাইজ, আমরা আমাদের চলতি পথে এ রকম অনেক পথশিশু দেখি, যাদের এক বেলা ভালো-মন্দ খাওয়ার টাকা থাকে না। আমি আজ এ রকম কয়েকটি শিশুর হাতে খাবারের টাকা তুলে দিচ্ছি। ওরা ভালোভাবে খেতে পারলেই আমার ভালো লাগবে।

যা আপলোড করা হয় না

স্যার, আমাদের নিয়া যে ভিডিও বানাইলেন, এর লাইগা আমাগো কোনো টেকা-পয়সা দিবেন না?

তোগো ফেসবুকে দেখাইব, ইউটিউবে দেখাইব। তোরা তো বেডা সেলিব্রিটি হইয়া যাইবি নায়ক শাকিব খানের মতো! আবার টাকা চাস! যা ভাগ...