আভিধানিক বনাম পেশাজীবীর সংজ্ঞা

অভিধান খুললে বিভিন্ন অপরাধ ও অপরাধীর সংজ্ঞা পাওয়া যায়। কিন্তু যারা সরাসরি সেসব অপরাধের সঙ্গে জড়িত, তারা তাদের পেশাকে কীভাবে সংজ্ঞায়িত করে? নিরাপদ দূরত্ব বজায় রেখে রস+আলো সেটাই জানার চেষ্টা করেছে।

ভূমিদস্যু
ভূমিদস্যু

ভূমিদস্যু
আভিধানিক সংজ্ঞা: ক্ষমতার অপব্যবহার করে যারা নিরীহ মানুষদের জায়গা-জমি নামমাত্র মূল্যে বা বিনা মূল্যে দখল করে, তাদের ভূমিদস্যু বলা হয়।
পেশাজীবীর সংজ্ঞা: ‘দুই দিনের দুনিয়ায় এত জমিজমা নিজের নামে রেখে দিয়ে কোনো ফায়দা নাই’—এ ধরনের মূল্যবোধ জমির মালিকদের মাঝে জাগ্রত করে এবং তাদের হাতে জমির প্রকৃত বাজারমূল্য আদর করে তুলে দিয়ে যারা এই বিশাল জনসংখ্যার আবাসন সমস্যার সমাধান করার মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তাদেরই এই সমাজ ভূমিদস্যু বলে আখ্যায়িত করে।
দলিল চৌধুরী
প্রজেক্ট ম্যানেজার, মঙ্গলগ্রহ আবাসিক প্রকল্প

চোর
চোর

চোর
আভিধানিক সংজ্ঞা: যে ব্যক্তি মালিকের অগোচরে তার মালামাল সরিয়ে ফেলে, তাকে চোর বলে।
পেশাজীবীর সংজ্ঞা: ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই—এই মতবাদে বিশ্বাস করে এবং বলিউডি সিনেমা ধুম দেখে অনুপ্রাণিত হয়ে যে তার নিজস্ব বুদ্ধিমত্তা খাঁটিয়ে অন্যের মালামাল নিজের পূর্বপুরুষের সম্পত্তি মনে করে সবার অগোচরে নিজের আয়ত্তে আনতে সক্ষম হয়, তাকেই রাগ করে মানুষ চোর বলে ডাকে।
নাম্বার ওয়ান চোট্টা কাল্লু
৫০ বছর ধরে হারাগঞ্জ গ্রামের চুরিচামারির শীর্ষে

ঋণখেলাপি
ঋণখেলাপি

ঋণখেলাপি
আভিধানিক সংজ্ঞা: যে ব্যক্তি ঋণ নিয়ে ঋণ শোধ করেন না, তিনিই ঋণখেলাপি।
পেশাজীবীর সংজ্ঞা: যে ব্যক্তি ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়ার হাজারটা ফন্দিফিকির বের করার মতো সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করেন, তিনিই একজন মহান ঋণখেলাপি।
পয়মাল খান
বিশিষ্ট সমাজসেবক এবং পরে ব্যবসায়ী, প্রাক্তন ঋণখেলাপি

ডাকাত
ডাকাত

ডাকাত
আভিধানিক সংজ্ঞা: দলবেঁধে অস্ত্র দেখিয়ে যারা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, তারাই ডাকাত।
পেশাজীবীর সংজ্ঞা: ‘দশে মিলে করি কাজ/ হারি জিতি নাহি লাজ’—এই পঙ্ক্তিটির যথার্থতা প্রমাণ করতে এবং সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে যারা আচমকা মানুষের মুখোমুখি হয় এবং তাদের মাথায় হাত বুলিয়ে, আদর করে, মিষ্টি ভাষায় বকা দিয়ে বা ক্ষেত্রবিশেষে সেলফি তোলার বিনিময়ে সবার সম্পদ নিজ দলগত করে, তাদেরই মানুষ অহেতুক ভয় পেয়ে ডাকাত বলে।
ডাকু সর্দার পট্টি কাসেম
গায়ের জোরে সভাপতি, বাংলাদেশ স্থল ও জলপথ ডাকাত অ্যাসোসিয়েশন

সন্ত্রাসী
আভিধানিক সংজ্ঞা: যে ব্যক্তি অস্ত্র বা ক্ষমতা বা গায়ের জোরে জনগণের মনে আতঙ্ক তৈরি করে, তাকে সন্ত্রাসী বলা হয়।
পেশাজীবীর সংজ্ঞা: ‘আইনকে নিজের মতো চলতে দিলে অ্যাকসিডেন্ট করতে পারে’—এই শঙ্কা থেকে যে ব্যক্তি নিজের মনমতো আইনকে চালিত করে সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষা করার মহান দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় (অনেক ভার থাকা সত্ত্বেও), তাকেই বিশৃঙ্খল সমাজ সন্ত্রাসী নামে অভিহিত করে।
চিকা নান্নু
৩০টি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মাঝারি সন্ত্রাসী