আমার চোখ সব সময়ই লাল হয়ে থাকে, কারণ কী?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

স্ত্রীরোগ

আমার স্ত্রী ছয় মাস আগে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছে। কিন্তু সন্তান জন্মদানের পর থেকে এখন পর্যন্ত তার পিরিয়ড হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: নবজাতক বুকের দুধ পান করলে অনেক সময় মাসিক বন্ধ থাকতে পারে। এতে সমস্যা হয় না। তবে জন্মনিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। আপনার স্ত্রীর থাইরয়েড পরীক্ষা (টিএসএইচ) করিয়ে ফেলুন। এরপর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন।

পরামর্শ দিয়েছেন—ডা. তাছনীম আকতার, ল্যাপারোস্কপিক সার্জন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল।

ত্বক

আমার ত্বক কিছুটা ফ্যাকাশে। কিছু ছোট ছোট গোটা থাকে, অনেক চিকিৎসার পরও যেগুলো যায়নি। এই ফ্যাকাশে ভাব এবং ছোট ছোট গোটা দূর করার উপায় কী?

আবদুর রহমান আজাদী

পরামর্শ: আপনার বয়স উল্লেখ করলে ভালো হতো। রক্তের হিমোগ্লোবিন কমে গেলে ত্বক ফ্যাকাশে দেখায়। আপনি নিয়মিত দুধ, ডিমসহ প্রচুর শাকসবজি ও দেশীয় ফল খাবেন। ত্বকে গোটা দূর করার জন্য স্টেরয়েড–জাতীয় মলম সপ্তাহ তিনেক ব্যবহার করতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে করাই ভালো। তারপরও উন্নতি না হলে কেমিক্যাল পিলিং বা আইপিএল লেজার চিকিৎসার সাহায্য নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন—ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

চোখ

আমার চোখ সব সময়ই অনেক লাল হয়ে থাকে। কারণ কী?

সুমন আলী

পরামর্শ: চোখ ওঠা, চোখে ঘা হওয়া, চোখের গ্লুকোমা, চোখে কোনো অস্ত্রোপচার, কিছু ওষুধ, ইউভিয়াইটিস (চোখের মধ্যস্তর), অ্যালার্জি, চোখে ধুলাবালু গেলে এবং লেদ মেশিনে কাজ করতে গিয়ে চোখে লোহার কণা বা টুকরা গেলে চোখ লাল হয়। আপনার চোখের লাল ভাব কমাতে ভিসাইনের মতো আই হোয়াইটেনিং ড্রপ ব্যবহার করতে পারেন, এটি চোখের রক্তনালিকে সংকুচিত করে লালচে ভাব দূর করতে সাহায্য করে। কারণটি দূর করার চেষ্টা করুন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সৈয়দ এ কে আজাদ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, আল-রাজী হাসপাতাল, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫