আমার স্বপ্ন, আমার লক্ষ্য

সেদিন স্বপ্নচারী ও স্বপ্নদ্রষ্টাদের মিলনমেলা বসেছিল যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে। আয়োজনটা ছিল স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল স্বপ্নের কথা। বড় হয়ে সমাজে সে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়, সে স্বপ্নগল্প লিখেছিল তারা।
এ প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ৪৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে চিন্তাশীল, বাস্তবসম্মত স্বপ্নগল্পের জন্য ৫০ জন পেয়েছে সেরা পুরস্কার।
‘আস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ‘এসো স্বপ্ন দেখি, এসো স্বপ্ন দেখাই’ স্লোগানে ৭ আগস্ট এ আয়োজন হয়।
স্বপ্নদ্রষ্টা বক্তারা তাদের বক্তব্যে স্বপ্ন ও অভিজ্ঞতার কথা শোনান। বিজয়ীদের পুরস্কার তুলে দেন অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক, বিজ্ঞানী ড. মির্জা মোফাজ্জাল হোসেন প্রমুখ।
আস (facebook. com/amrasotirthobd)-এর অন্যতম সংগঠক আসাদ মোহাম্মদ জানান, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের বাইরে শিক্ষার্থীদের বৃত্তি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের কাজ করে থাকে।