উপহারের জন্য পোশাক কেনার আগে

ফাইল ছবি
ফাইল ছবি

ঈদ উপলক্ষে প্রিয় কারও জন্য উপহার কিনতে যাচ্ছেন? উপহারটা কি পোশাক? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে বলুন, যার বা যাদের জন্য কিনতে যাচ্ছেন, তার পোশাকের মাপ জানেন তো? উত্তর ‘না’ হলে এই ফিচার আপনার জন্য।

ঈদের আগের এই সময়টায় পোশাক কেনার পর অনেক দোকানেই পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। তাই পোশাকের মাপ জেনে দোকানে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই বিষয়ে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ-এর বসুন্ধরা সিটি শোরুমের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘যাকে পোশাকটি উপহার দিচ্ছেন (নারী বা পুরুষ), তার সম্ভাব্য উচ্চতা এবং স্বাস্থ্য কেমন বলতে পারলে বিক্রয়কর্মীরা অনেকটাই সহায়তা করতে পারবে। কারণ, দেখা যায় যে উচ্চতা হয়তো একই, কিন্তু গায়ের গড়নের কারণে একেকজন একেক মাপের পোশাক পরেন।’

আবার দোকানভেদেও পোশাকের আকারের ভিন্নতা দেখা যায়। ফ্যাশন হাউস নিপুণের চিফ ডিজাইনার ফয়সাল মাহমুদ বললেন, ‘আড়ং থেকে হয়তো ৩৪ সাইজের পোশাক কিনলেন, কিন্তু নিপুণে এসে দেখলেন, একই উচ্চতা এবং স্বাস্থ্যের কারও জন্য ৩৬ সাইজের পোশাকটা ভালো হচ্ছে। সাধারণত পোশাকের কাটছাঁটের বৈচিত্র্যের কারণে এমনটা হয়।’

এ ক্ষেত্রে পোশাক কেনার আগে নিচের বিষয়গুলো জেনে নিলে আপনার কেনাকাটা অনেকটাই সহজ হবে বলে জানালেন মো. জাহাঙ্গীর আলম।

১. গড়পড়তায় আমাদের দেশের পুরুষদের উচ্চতা হয় ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি পর্যন্ত। সে ক্ষেত্রে পাঞ্জাবি কিনতে চাইলে যার জন্য কিনছেন, তার স্বাস্থ্য ভালো হলে ৪২ সাইজ পাঞ্জাবি লাগবে। স্বাস্থ্য মাঝারি হলে পাঞ্জাবি লাগবে ৪০ আর উচ্চতা কম হলে ৩৮ সাইজ পাঞ্জাবি হবে আদর্শ।

২. শার্টের আকৃতি কলারের মাপের ওপর নির্ভর করে। সাধারণ স্বাস্থ্য, উচ্চতা ৫ ফুট ৮ থেকে ১০ ইঞ্চি, তাদের জন্য ১৫ থেকে সাড়ে ১৫ ইঞ্চি মাপের কলারের শার্ট লাগবে। আর যদি এই উচ্চতায় স্বাস্থ্য ভালো হয়, তবে কলারের মাপ ১৬ ইঞ্চি হবে। উচ্চতা কম হলে শার্টের কলারের মাপ ১৫ ইঞ্চির নিচে নামবে।

৩. পায়জামার ক্ষেত্রে যাদের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চির বেশি, তাদের ৪৪ সাইজ লাগবে। উচ্চতা এর চেয়ে কম হলে ৪২ সাইজ হলেই হবে।

৪. নারীদের ক্ষেত্রে উচ্চতা যদি ৫ ফুট ১ থেকে ৫ ফুট ৩ ইঞ্চির মধ্যে হয়, তাদের ৩৬ থেকে ৪০ সাইজের কামিজ লাগবে। এই উচ্চতায় যদি স্বাস্থ্য ভালো হয়, সে ক্ষেত্রে কামিজের সাইজ ৪২ হবে। উচ্চতা এর চেয়ে কম হলে কামিজের সাইজ ৩৪ হবে।