উৎসবে লা-রিভের নতুন পোশাক
ঈদ এবং পূজা এই দুই উৎসব উপলক্ষে বেশ কিছু নতুন নকশার পোশাক এনেছে ফ্যাশন ব্র্যান্ড লা-রিভ। লা-রিভের এবারের সংগ্রহে আছে ঋতুভিত্তিক পোশাক। এর পাশাপাশি মেয়েদের জন্য সালোয়ার কামিজ, টিউনিক-টপস এবং ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টিশার্ট এবং পলো শার্ট।
লা-রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, সুতি, লিলেন এবং ভয়েল কাপড়ের সালোয়ার কামিজে উজ্জ্বল রঙের ব্যবহারের পাশাপাশি করা হয়েছে টাই-ডাই, ব্লক এবং হাতের কাজ। এছাড়াও রয়েছে কারচুপি এবং মেশিন অ্যামব্রয়ডারির কাজ ।
লা-রিভের কর্মকর্তারা আরও জানিয়েছেন, লম্বা ও বেশি হেমের সালোয়ার কামিজে হেমের দুইদিকে কোনা বের করা স্টাইলই এখন চলছে বেশি, সঙ্গে থাকছে ফ্যাশনের চুড়িদার চোশত এবং এবং খাটো প্যান্ট পাজামা।
লা রিভের পছন্দসই কয়েকটি ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে দুই হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।
(বিজ্ঞপ্তি)