

‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ কিংবা ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন’...মেঘ বৃষ্টি দেখে খুশি হয়ে মনের অজান্তেই হয়তো এই গানগুলো গেয়ে উঠলেন। কিন্তু মনে হলো, একটু পরেই তো বেরিয়ে পড়তে হবে নিজের কর্মস্থলের উদ্দেশে। কী করবেন তখন! এমন পরিস্থিতিতে যেন বিপাকে পড়তে না হয়, সে জন্য সঙ্গে রাখুন ছাতা।
ঢাকার নিউমার্কেটের বিক্রেতা মাসুম জানান, বিভিন্ন নকশার ছাতা পাওয়া যাচ্ছে বাজারে। তবে ছাতা কেনার সময় শুধু ফ্যাশনেবল ছাতা না কিনে টেকসই ছাতা কেনার কথা বলেন তিনি।
লক্ষ রাখবেন
যে ছাতাটি আপনি কিনবেন তার কাপড়টা ভালোভাবে দেখে নিয়ে কিনতে হবে।
ছাতার হাতলের অংশটি টেকসই এবং মজবুত কি না দেখুন।
যদি টিপ বাটনের ছাতা কিনতে চান, তাহলে ছাতার টিপ বাটনটা ঠিকমতো কাজ করে কি না, সেটা যাচাই করে নিতে হবে।
ছাতার প্রতিটি রড ঠিকমতো লাগানো আছে কি না, তা বারবার খুলে বন্ধ করে দেখে নিতে হবে।
ছাতার ওপরের মাথার দিকে সুতো দিয়ে লোহার শিকগুলো আটকানো থাকে। সেই সেলাইগুলো ঠিকমতো আছে কি না, দেখতে হবে।
প্যাকেটের ভেতরে ছাতা থাকলে কেনার সময় অবশ্যই খুলে ছাতার প্রতিটি রড একটা আরেকটার সঙ্গে ঠিকমতো জোড়া লাগানো আছে কি না, তা দেখে নিতে হবে।
ছাতার কভারগুলো যত্নে রাখতে হবে।
ছাতা ব্যবহারের পর যদি ভিজে যায় তাহলে কিছুক্ষণ মেলে রেখে পানিটা ঝরিয়ে তারপর ভাঁজ করে ছাতার ব্যাগে রাখতে হবে।
ছাতার ব্যাগটা সব সময় ছাতার সঙ্গে রাখা যেতে পারে।
মেয়েদের ফ্যাশনেবল ছাতায় অনেক সময় পুঁতি কিংবা জরির নকশা করা থাকে। কেনার সময় খেয়াল করতে হবে বৃষ্টিতে ভিজলে এই নকশা যেন নষ্ট না হয়ে যায় কিংবা ছিদ্র হয়ে পানি পড়ে আপনি ভিজে না যান।
ছাতা বন্ধ করার সময় ছাতার প্রতিটি অংশ ভাঁজ করে গুছিয়ে নিতে হবে, তা না হলে লোহার রডগুলো ভেঙে যেতে পারে।
এমন ছাতা কিনতে হবে যাতে আপনার পুরো শরীররটা ঢেকে যায়।
দরদাম
ঢাকার বিভিন্ন বাজারে ছাতার দরদামে তারতম্য রয়েছে। বাজারে লম্বা, মাঝারি, ছোট আকারের হরেক রঙের ছাতা পাওয়া যায়। আবার ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রঙের কার্টুনের ডিজাইন করা ছোট আকারের ছাতা। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাশনেবল পুঁতি কিংবা জরির কাজ করা ছাতা। আবার বড়দের জন্য রয়েছে মাঝারি আকারের কিংবা লম্বা আকৃতির ছাতা।
ছোটদের জন্য বিভিন্ন রঙের লম্বা ছাতার দাম পড়বে ৩০০-৬৫০ টাকা, মেয়েদের বিভিন্ন ফ্যাশনেবল ছাতার দাম পড়বে ৩৫০-৮০০ টাকা, আছে মাঝারি সাইজের এক রঙা কিংবা চাপা নকশার ছাতা। এর দাম পড়বে ৪০০-৬০০ টাকা। ভাঁজ করা যায় এমন ছাতার দাম পড়বে ৩৫০-৬০০ টাকা।
কোথায় পাবেন
ঢাকার নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, কচুক্ষেত বাজার মার্কেট, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং সুপার শপগুলোতেও পাবেন ছাতা।