একটি ডিজিটাল ত্রিভুজ প্রেমেরগল্প

.
.

মিস রাউটার ও মিস্টার অ্যান্ড্রয়েডের প্রেম ভালোই চলছিল। হঠাৎ একদিন শুরু হলো ঝামেলা।

.
.

মিস রাউটারের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়ে অফার দেয় আরেক ড্যাশিং মিস্টার আইওএস। বন্ধুত্বের প্রস্তাবে সাড়া দিয়ে মিস রাউটার তার হৃদয়ের পাসওয়ার্ড মিস্টার আইওএসকে দিয়ে দেয়। প্রেমিকার বন্ধুকে দেখে ঈর্ষায় জ্বলেপুড়ে যায় মিস্টার অ্যান্ড্রয়েড। রাউটারের ওপর গভীর অভিমান হয় তার। তাদের মধ্যে তৈরি হয় সাময়িক দূরত্ব।

.
.

মিস রাউটার ও মিস্টার অ্যান্ড্রয়েড কেউ কারও অভিমান ভাঙায় না।

তাদের দূরত্ব আরও বাড়ে। বন্ধু রাউটারকে সান্ত্বনা দিতে এগিয়ে

আসে মিস্টার আইওএস।

ফলে আগের থেকে আরও দৃঢ় হয় তাদের বন্ধন।

.
.

মিস্টার অ্যান্ড্রয়েড ও মিস রাউটারের সম্পর্ক ভীষণ দুর্বল হয়ে পড়ে।

তারা একে অন্যের থেকে চলে যায় আরও দূরে।

ওদিকে মিস্টার আইওএস ‘ফ্রেন্ডজোন’ এলাকা পার হয়ে চলে যায়

রাউটারের আরও কাছাকাছি।

.
.

রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে মিস্টার আইওএস ও মিস রাউটার। অন্যদিকে ভগ্ন হৃদয় নিয়ে মিস্টার অ্যান্ড্রয়েড দূর থেকে মিস রাউটারকে দেখে, দুঃখে চোখের জল ফেলে আর ভাবে, মিস রাউটার একদিন নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরে মিস্টার স্মার্টকে ছেড়ে তার কাছে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে...