একা নারী দশ পুরুষের সমান: ঐশ্বরিয়া

তাঁকে বলা হয় সর্বকালের সেরা মিস ওয়ার্ল্ড। তাঁর সৌন্দর্যকে তুলনা করা হয় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে, সেই তর্কেও তাঁর পক্ষের ভক্তরা জিতিয়ে দেন তাঁকে। তিনি আর কেউ নন, ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড তারকা হওয়ার পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তাঁর নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজোড়া। তবে আপনি যদি এখন ঐশ্বরিয়া রাই’স বিউটি কোট লিখে গুগলে সার্চ দেন, আসবে নানা কথা। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি উক্তি আলোচনায় এসেছে। শুরু করা যাক সেটি দিয়েই। জেনে নিন, এই বিশ্বসুন্দরীর প্রশংসিত কয়েকটি উক্তি।

২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচার অন্যতম সেরা লুক ঐশ্বরিয়ার এই বাটারফ্লাই গাউন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নারীর সৌন্দর্য কোথায়? এ প্রশ্নের উত্তর দিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘একজন নারী তাঁর নিজের সাপোর্ট সিস্টেম। আর এটাই নারীর যত রকম সৌন্দর্য আছে তার ভেতর সবার ওপরে। একজন নারী একা সব সামলাতে পারে। আর এভাবেই সে পুরুষের চেয়ে দশ গুণ এগিয়ে।’

এটিও কানে ঐশ্বরিয়ার আরেকটি প্রশংসিত লুক (২০১৭)
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তারকা হওয়া আর সেটা প্রশংসার সঙ্গে দীর্ঘ সময় ধরে রাখা যে সহজ কথা নয়, তা ঐশ্বরিয়া ভালোই জানতেন। তবু সমালোচনা তাঁর পিছু ছাড়েনি। ‘ধুম টু’ মুক্তির পর তাঁকে চরম সমালোচনার শিকার হতে হয় তাঁর পোশাকের জন্য। এমনকি তাঁর শাশুড়ি জয়া বচ্চনও ছেড়ে কথা বলেননি। ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বচ্চন পরিবারের বউয়ের নাকি এমন পোশাক মানায় না। সময়মতো তার জবাব দিতেও ভোলেননি ঐশ্বরিয়া। বলেছেন, ‘আমাদের দেশে (ভারতে) আবেদনময়ী হওয়া কোনো ভালো কথা নয়। বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়া হয় না। ভাগ্যিস সময় বদলাচ্ছে। আমাদের মানসিকতা উদার হচ্ছে। এখন মডেলিং জগতে আবেদনময়ী হওয়া একটা বড় শক্তি। সেই শক্তি স্বীকৃতি পাচ্ছে।’

জিন্স, টপ আর রঙিন কোটিতে ঐশ্বরিয়া রাই বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

পারফেক্ট বলে কি কিছু হয়? ঐশ্বরিয়ার মতে হয় না। তাই তো তিনি বলেন, ‘পারফেক্ট একটা ভুয়া শব্দ। প্রতিটা মানুষ আলাদা। আর তাই তারা প্রত্যেকেই বিশেষ।’
৪. কেন কেবল নারীর সৌন্দর্য নিয়ে আলাপ চলে? তাই নিয়ে মনে খেদ আছে এই বিশ্বসুন্দরীর। এই উক্তিতে সেটি পরিষ্কার হয়, ‘সাধারণ দৃষ্টিভঙ্গিতে সৌন্দর্য শব্দটা কেবল নারীর সঙ্গে যুক্ত। অথচ তো কেবল নারীর জন্য তো নয়ই, এমনকি কোনো প্রজাতির জন্যও নির্দিষ্ট নয়।’

‘গুরুত্বপূর্ণ হওয়া ভালো, তবে ভালো হওয়া আরও গুরুত্বপূর্ণ’।