এক পাড় ভাঙলে আরেক পাড় গড়ে

দীর্ঘদিনের প্রেম বা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীরা আগের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করেন, নতুন জীবনের জন্য প্রস্তুত করেন নিজেকে। ছবিটি প্রতীকী
দীর্ঘদিনের প্রেম বা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীরা আগের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করেন, নতুন জীবনের জন্য প্রস্তুত করেন নিজেকে। ছবিটি প্রতীকী

কথায় আছে নদীর এক পাড় ভাঙলে আরেক পাড় গড়ে। সে অর্থে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার অর্থ দাঁড়ায় নতুন আরেকটি সম্পর্ক গড়ার পথে এগিয়ে যাওয়া। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিনের প্রেম বা দাম্পত্যের মতো সম্পর্ক ভেঙে যাওয়ার পর নারীরা আগের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করেন, নতুন জীবনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যের নারী সাময়িকী ‘ফিমেলফার্স্ট’।

সম্পর্ক ভেঙে যাওয়ার এক মাসের মধ্যেই কোনো কোনো নারীর ওজন প্রায় তিন কিলোগ্রাম কমে যেতে পারে বলে জানানো হয়েছে ওই গবেষণায়। খাদ্যাভ্যাস-সংক্রান্ত এক প্রতিষ্ঠানের পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে ওই গবেষণা চালানো হয়েছে। প্রায় এক হাজার নারী ওই জরিপে অংশ নিয়েছেন। জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ নারীই বলেছেন সম্পর্ক ভেঙে যাওয়ার পর বা একা থাকার সময়টাতে তাঁরা ওজন কমানোর চেষ্টা করেন।

এদিকে সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, স্বামী বা দীর্ঘদিনের ছেলেবন্ধুর সঙ্গে সম্ভাব্য বিচ্ছেদের বিষয়টা বেশির ভাগ ক্ষেত্রেই নারীরা আগেই অনুমান করতে পারেন। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও তাঁদের অনেকেই আগে থেকেই চিন্তাভাবনা শুরু করেন। ফলে যে নারীরা নিজেরাই বিচ্ছেদের উদ্যোগ নেন, তাঁরা মানসিক চাপের মধ্যে থাকলেও এমন বিচ্ছেদের পর দ্রুত নিজেকে সামলে নিতে পারেন। আর যে নারীরা বিচ্ছেদের সিদ্ধান্তের জন্য পুরুষ সঙ্গীর ওপর নির্ভর করেন, তাঁদের তুলনায় নিজে সিদ্ধান্ত নেওয়া নারীরা বিচ্ছেদের আবেগকেও সহজে সামলাতে পারেন।

অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশই বলেছেন, নতুন আরেকটি সম্পর্কে জড়ানোর কিছুদিন পর থেকেই তাঁরা ওজনের বিষয়ে আর খুব একটা সচেতন থাকেন না। কেউ কেউ বলেছেন, নতুন সম্পর্কের প্রথম তিন মাস তাঁর খাদ্যাভ্যাস এবং ওজনের বিষয়ে যতটা সচেতন থাকেন, পরবর্তীকালে আর ততটা থাকেন না।

গবেষণায় দেখা গেছে, একা থাকার সময়টাকেই ওজন কমানো এবং নিজেকে ঠিকঠাক রাখার জন্য সবচেয়ে বেশি কাজে লাগান মেয়েরা। আর কোনো বিচ্ছেদের পর যে মানসিক আঘাত আসে তা থেকেই নিজেকে পুনরায় ঢেলে সাজানোর জন্য জীবনযাপনে সত্যিকারের প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হয় অনেকেই।