এখানে এক রাত থাকতে লাখ টাকা খরচ
বলিউড তারকারা ব্যস্ততম জীবন থেকে একটু বিরতি পেলেই ছুট দেন মালদ্বীপে। যেখানে আকাশ, সমুদ্র আর বালু মিলেমিশে একাকার, সেখানে পৌঁছে একান্তে সময় কাটান। কখনো সমুদ্রে নেমে সারেন সকালের নাশতা। আবার রাত গভীর হলে সমুদ্রের গর্জন আর দূরের মিটিমিটি তারাকে সঙ্গী করে চুমুক দেন চায়ের কাপে। কখনো দল বেঁধে চলে আড্ডা। অবকাশ কাটানোর জন্য যেন মালদ্বীপের সমুদ্রপাড়ের রিসোর্টগুলোর তুলনা নেই। পর্যটনকে কেন্দ্র করে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের অনন্য উদাহরণ দ্বীপদেশ মালদ্বীপ। সেই দেশের বৈদেশিক আয়ের অন্তত ৬০ শতাংশ আসে এই খাত থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটনে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি পায় মালদ্বীপ। সে দেশের সাগরপাড়ের একটি রিসোর্ট দেখতে দেখতে জেনে নেওয়া যাক—মালদ্বীপের পর্যটন নিয়ে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০