এখানে এক রাত থাকতে লাখ টাকা খরচ

বলিউড তারকারা ব্যস্ততম জীবন থেকে একটু বিরতি পেলেই ছুট দেন মালদ্বীপে। যেখানে আকাশ, সমুদ্র আর বালু মিলেমিশে একাকার, সেখানে পৌঁছে একান্তে সময় কাটান। কখনো সমুদ্রে নেমে সারেন সকালের নাশতা। আবার রাত গভীর হলে সমুদ্রের গর্জন আর দূরের মিটিমিটি তারাকে সঙ্গী করে চুমুক দেন চায়ের কাপে। কখনো দল বেঁধে চলে আড্ডা। অবকাশ কাটানোর জন্য যেন মালদ্বীপের সমুদ্রপাড়ের রিসোর্টগুলোর তুলনা নেই। পর্যটনকে কেন্দ্র করে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের অনন্য উদাহরণ দ্বীপদেশ মালদ্বীপ। সেই দেশের বৈদেশিক আয়ের অন্তত ৬০ শতাংশ আসে এই খাত থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটনে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি পায় মালদ্বীপ। সে দেশের সাগরপাড়ের একটি রিসোর্ট দেখতে দেখতে জেনে নেওয়া যাক—মালদ্বীপের পর্যটন নিয়ে।
১ / ১০
সমুদ্রের ভেতরে এই রিসোর্টের নাম ভাক্কারু মালদ্বীপ। রাজধানী শহর মালে থেকে ৬৮ মাইল উত্তরে এটির অবস্থান। বুকিং দেওয়া থাকলে এ রিসোর্টে সরাসরি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর (মালে আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত) থেকে পর্যটকদের নিয়ে আসে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
আরবের ধনকুবের বা বলিউডের সুপারস্টার, সবারই আয়েসি অবসর যাপনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ছোট্ট এই দ্বীপ। এ তো সম্প্রতি বলিউড তারকা সোনাক্ষী সিনহা এসেছিলেন এ রিসোর্টে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
মালদ্বীপে মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের বাস। এদিকে প্রতিবছর এ দেশে বেড়াতে যায় এর তিন গুণ পর্যটক। সমুদ্রের ভেতর জেগে ওঠা দ্বীপ থেকে এগিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় তৈরি হয়েছে রিসোর্টটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
এখানে পানিতে থেকে বা পানির নিচে রেস্টুরেন্টে খেতে অন্য রকম এক অভিজ্ঞতা হবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
অনেকে বিয়ের আয়োজনও সারেন এমন সব রিসোর্টে। সম্প্রতি ভাক্কারু মালদ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এক ভিনদেশি দম্পতি, সেজন্যও আছে ডেকোরেশন ও ইভেন্ট ম্যানেজিংয়ের বিশেষ দল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
এই রিসোর্টের রয়েছে নিজেদের আলোকচিত্রী। তাই এখানে আপনার কে ছবি তুলে দেবে, সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার মতো যথেষ্ট ভালো হবে কি না, এই চিন্তা থেকে মুক্তি দিয়েছে। যেমন এই ছবিটি তুলেছে এই রিসোর্টের আলোকচিত্রী ইয়াসিব আহমেদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
মাঝেমধ্যে রিসোর্টের এ অংশ চলে যায় সমুদ্রের নিচে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
নীলসাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর–মনকে করে তোলে প্রাণবন্ত। এখানে এলে ভ্রমণের সব ক্লান্তি নিমেষেই দূর। এখানকার প্রায় সব কটি পুলে সহজেই নানা ধরনের জল খেলায় মেতে ওঠার সুযোগ আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
এখান থেকে দেখা যায় অদ্ভুত সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
এ রিসোর্টের মালিক ট্রাভকো গ্রুপের সহসভাপতি করিম এল চিয়াতি ও তাঁর স্ত্রী অ্যানা বিয়াট্রিজ ব্যারোস। এটি মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল রিসোর্টগুলোর একটি। এখানে থাকতে প্রতি ২৪ ঘণ্টার জন্য আপনার খরচ হবে ১ লাখ ১৬ হাজার থেকে দেড় লাখ টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে