সাজ
এবারের বসন্তের সাজ
হলদে রঙের পোশাক আর চুলে ফুলের ছোঁয়া—বসন্তের প্রথম দিনটিতে রঙিন এই সাজে যেন ধরা দেয় প্রকৃতি
ফাগুনের পরশে যে উঠি শিহরিয়া,
ফুলেরে কাছে চাহি আপন করিয়া।
ফাল্গুন আর ফুল। একই সুতায় গাঁথা দুটি শব্দ। সপ্তাহ পেরোলেই শুরু হয়ে যাবে ঋতুরাজ। বারান্দার ছোট্ট গাছেও ফাল্গুনের পরশ অনুভব করা যাচ্ছে। সজীব পাতায় প্রাণের স্পন্দন, কোনোটাতে আবার একটি–দুটি করে ফুলেরও আগমন। রাজধানীর সড়কে রাধাচূড়ার উপস্থিতিটাও প্রতিবেদনটি লেখার ফাঁকেই চোখে পড়ল।
ফুল ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। উৎসব–আনন্দে ফুলকে বুঝি আরও আপন করে নেওয়া হয়। উৎসব যদি হয় বসন্তকে ঘিরে, তবে তো কথাই নেই। বাঙালি নারী শাড়িতে অনন্য, আর বসন্ত উৎসবে ফুলের ব্যবহারে তাঁর সাজ পায় পূর্ণতা।
গয়নার গড়নে, আর যাহা পরনে
গলায়, হাতে, কানে গয়না হিসেবে পছন্দমতো যেকোনো ফুলই ব্যবহার করতে পারেন। বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে ফুলের ‘হেডব্যান্ড’। এটি পরতে পারেন এবারও। চাইলে একধরনের ফুল দিয়েই পূর্ণ করতে পারেন আপনার সাজ। আবার মানানসই একাধিক ফুলের সমন্বয়ও করতে পারেন। যে সাজে আপনি নিজে স্বচ্ছন্দ, সে সাজেই আপনি সুন্দর। এমনটাই জানা গেল সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খানের কাছ থেকে। পোশাকের বেলাতেও ঠিক তাই। শাড়ি যেমন বাঙালি উৎসবের জন্য যথার্থ, তেমনি কুর্তা, স্কার্ট, সারারা, এমনকি জিনস-টপসের মতো যেকোনো পাশ্চাত্য পোশাকের সঙ্গেও ফুলের সাজ মানানসই, যদি আপনি তাতে স্বচ্ছন্দ হন।
খুঁতের ডিজাইনার ঊর্মিলা শুক্লা জানালেন, শাড়িতে বসন্তের হলুদভিত্তিক রঙের পাশাপাশি কচি পাতার হালকা সবুজ রং ও টিয়া রংও এনেছেন তাঁরা। হালকা নকশা রয়েছে তাঁতের সুতি শাড়িতে। হালকা ধাঁচের নকশার পোশাকের সঙ্গে ফুলের গয়না পরলে ফুলের মাধুর্যটা ফুটে ওঠে। তবে কেউ খানিকটা ভিন্নতা আনতে চাইলে একটু ভারী নকশার শাড়ির সঙ্গে ফুল দিয়ে হালকাভাবেও সাজতে পারেন।
যেমন সাজে ফাল্গুন
জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, ‘বসন্ত মানেই রঙের ছড়াছড়ি। বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজে খোঁপায় গাঁদা ফুল, সঙ্গে লাল টিপ কপালে। রঙিন ফুলের সাজে বসন্তের আমেজ। চুল খোলা রাখলেও এক পাশে ফুল দেওয়া হয়। চুলের জন্য বড় আকারের ফুল বেছে নিলে একটা ফুলই থাক, অন্য গয়নাও একটু হালকাই হোক। ফুল ছোট আকারের হলে অবশ্য একাধিক ফুল নেওয়া যায়। মেরুন, হলুদ, সাদা, নীল রঙের চন্দ্রমল্লিকা কিংবা ক্যালেন্ডুলা ফুলেল মিশেল হতে পারে। মেকআপ করার সময় সেদিনকার আবহাওয়ার দিকে একটু খেয়াল রাখা ভালো।’
কোন ফুলেরে নিব আমি কোনটারে ছাড়িয়া
ফুলের ফাল্গুনে কতই না ফুল। সতেজ, রঙিন সব ফুল। একটু লম্বা সময় পর্যন্ত সতেজ থাকে গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, গ্লাডিওলাস, বেবি’স ব্রেথ, জিপসি, প্যান্সি, হাইড্রেনজিয়া, বেলি, চায়না বেলি, ক্রিসেন্থিমাম, জারবেরা, অর্কিড, ডালিয়া, ডেইজি, বেগুনি ফুল। আবার দেখতে চমৎকার হলেও বাগানবিলাস বা কৃষ্ণচূড়ার মতো ফুল খুব বেশিক্ষণ তাজা থাকে না। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে যেমন ফুলের রং বেছে নেওয়া যায়, তেমনি রঙের বৈপরীত্যও আনা যেতে পারে। হয়তো আপনি বাসন্তী শাড়ি পরছেন, এর সঙ্গে নিলেন বাহারি রঙের ফুল। চাইলে কিন্তু ওই শাড়ির সঙ্গেই মেরুন বা সাদা বা একেবারে বাসন্তী রঙের ফুলও বেছে নিতে পারেন। তবে সাজে ফুলকেই প্রাধান্য দিতে চাইলে (অর্থাৎ ফুলকে প্রাধান্য দিতে চাইলে) পোশাক ও ফুলের রঙে বৈপরীত্য আনতে পারেন কিংবা নানা রঙের ফুল কাজে লাগাতে পারেন। এমন আরও নানা পরামর্শ দিলেন নুজহাত খান—
মেকআপ একটু হালকা হলেই ভালো। সাজে ন্যুড রং, বাদামি, লাল, মেরুন, গেরুয়া, কালো রং ব্যবহার করা যেতে পারে। বড়জোর একটু সবুজের ছোঁয়া আনা যেতে পারে।
সাজে ফুলকে প্রাধান্য দিতে চাইলে পোশাক বা অন্যান্য গয়নায় জাঁকজমকপূর্ণ ভাব এড়িয়ে চলুন
চুলের বেণিতে ফুল জড়ানো যেতে পারে নানাভাবে। বেণিতে জড়াতে পারেন ফুলের মালা কিংবা আটকে নিতে পারেন নানা আকারের ফুল। বেণি সাজাতে পারেন ফুল দিয়ে।
খোঁপায় যেমন ফুলের মালা জড়ানো যায়, তেমনি খোঁপার এক পাশ (কিংবা দুপাশ) থেকে ফুলের মালা একটু ঝুলিয়েও দেওয়া যায়।
সাজে ভিন্নধারা আনতে তাজা ফুলের পাপড়ি বা ছোট ফুল আটকে নিতে পারেন কপালের এক পাশে। ফুল আটকে নিতে চোখের কৃত্রিম পাপড়ি আটকানোর আঠা (আইল্যাশ গ্লু) বা ত্বকের উপযোগী অন্য আঠার সাহায্য নিতে পারেন।
যে ফুল দিয়ে যেভাবেই সাজুন না কেন, ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন, যাতে কোনো ময়লা বা পোকামাকড় না থাকে।
ভিন্ন রকম জীবন যাঁদের
সকালে যাঁরা কর্মক্ষেত্রে দৌড়াবেন, তাঁদের অনেকেই হয়তো ফুল দিয়ে সাজবেন না। বিকেল, সন্ধ্যা কিংবা রাতের আগে হয়তো নিজের দিকে তাকানোর ফুরসতও মিলবে না তাঁদের। চুলে গুঁজে নিতে পারেন একটি ফুল। না হয় সঙ্গের ব্যাগেই জড়িয়ে নিলেন গাঁদা ফুলের একটা মালা। রইল বসন্ত আপনার ব্যাগে আর পোশাকে থাকল হলুদ রঙের ছোঁয়া।