এবারের বিষয় 'সেলফি' ও গরু

.
.

গরুর সঙ্গে তুলে ফেলুন হাসতে হাসতে পড়ে যাওয়ার মতো একটি সেলফি

অথবা
লিখুন সেলফি কিংবা গরু নিয়ে মজার অভিজ্ঞতা, গল্প, ছড়া; পাঠাতে পারেন কার্টুন আইডিয়াও!

সেরা দুই সেলফিগ্রাফার ও সেরা দুই লেখক অর্থাৎ​ মোট চারজন পাবেন—
প্রথম পুরস্কার দুই হাজার টাকার বই

দ্বিতীয় পুরস্কার এক হাজার টাকার বই

লেখা ও সেলফি পাঠান অক্টোবরের মধ্যে রস‍+আলোর ফেসবুক পেজের ইনবক্সে (fb/Rosh.Alo),

ই–মেইলে ([email protected]) কিংবা এই ঠিকানায়—পাঠক সংখ্যা: সেলফি ও গরু

রস‍+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।