এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পুত্রের পত্র
প্রশ্ন: পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র লেখো।
১০ নং প্রশ্নের উত্তর
শ্রদ্ধেয় বাবা,
পত্রের শুরুতে আমার সালাম নেবেন। আপনার পত্র পাইয়াছি। পর সমাচার এই যে ২ ফেব্রুয়ারি হইতে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় আমার প্রস্তুতি সম্পর্কে জানিতে চাহিয়াছেন। সকল মিলাইয়া আমার প্রস্তুতি বেশ ভালো। পাঁচ হাজার টাকা দিয়া একখানা হেলমেট খরিদ করিয়াছি। আমাদের শিক্ষকেরা বলিয়াছেন, অবরোধের দিবসে হেলমেট অতীব উপকারী। ইহাতে পরীক্ষার কেন্দ্রে যাওয়া–আসার সময় মাথা সুরক্ষিত থাকিবে। পিকেটারের ছোড়া ইট–পাটকেল এমনকি ককটেল হইতেও মাথা বাঁচানো যাইবে।
ইতিমধ্যে পরীক্ষার কেন্দ্রে যাইবার সময় রাস্তায় বাসে আগুন দিলে কী কী করিতে হইবে, সেই ব্যাপারে শিক্ষকেরা বিশেষ কোচিং করাইতেছেন। কোচিংয়ে পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালও করানো হইতেছে। আগুনে জ্বলিতে থাকা বাস হইতে বাহির হইয়া আসিবার সিলেবাস পুরাপুরি সমাপ্ত করিয়াছি। এখন পরীক্ষার পূর্বের রাত্রে কেবল রিভিশন দিব।
ইহা ছাড়া আমাদের শারীরিক বিজ্ঞানের শিক্ষক বিশেষ বিশেষ শারীরিক কসরত শিখাইতেছেন। যেগুলা আয়ত্ত করিতে পারিলে রাস্তায় দুই দলের মারামারিতে পড়িয়া গেলেও আমরা সফলভাবে পালাইয়া অক্ষত অবস্থায় পরীক্ষায় অংশ নিতে পারিব। মোটামুটি ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার পরও আমি এই বিষয়ে এখনো দুর্বল। তবে আশা করিতেছি, পরীক্ষার পূর্বে সকল দুর্বলতা কাটাইয়া নিজেকে পরীক্ষার জন্য উপযুক্ত হিসাবে গড়িয়া তুলিতে পারিব। সে জন্য আমি রাত–দিন পরিশ্রম করিতেছি।
আপনি জানিয়া খুশি হইবেন যে আমাদের স্কুল ইউনিফর্মে স্পেশাল অগ্নিনির্বাপক বস্ত্র অন্তর্ভুক্ত করা হইয়াছে। এই বস্ত্র পরিলে গায়ে সহজে আগুন লাগিবে না। রাস্তায় বাহির হইয়াও আমরা থাকিব পুরাপুরি নিরাপদ। ইহা ছাড়া স্কুল হইতে আমাদের প্যাড, গার্ড, আর্মগার্ড ও প্যারাস্যুট দেওয়া হইয়াছে। এই সব ব্যবহার করিয়াও আমরা ঝুঁকি হইতে বাঁচিতে পারি।
আজ এখানেই শেষ করছি। মাকে আমার সালাম দিবেন। টুকিকে আদর দিবেন। আমার পরীক্ষার জন্য দোয়া করিবেন। মাকে বলিবেন, এ প্লাসের জন্য দোয়া না করিয়া আমি যেন অক্ষত থাকি, সে বিষয়ে বিশেষভাবে দোয়া করেন। ভালো থাকবেন।
ইতি
আপনার স্নেহের
বাবু