এ যুগের বিয়ের বাহন

গাড়ির ব্যবহারটাই বেশি হয় বিয়ের সময়। ছবি: সংগৃহীত
গাড়ির ব্যবহারটাই বেশি হয় বিয়ের সময়। ছবি: সংগৃহীত

‘হুমম না’, ‘হুমম না’ বলে চলছে ছয় বেহারার পালকি। পালকিতে বসে আছে নতুন বউ। একসময়ের গ্রামবাংলার বিয়ে শেষে বউ শ্বশুরবাড়িতে যেত এই পালকি চড়েই। তবে এই দৃশ্য গত হয়েছে অনেক আগেই। ঘোড়ার গাড়ির ব্যবহারও আর এখন তেমন নেই। যুগে যুগে যেমন বদলেছে যাতায়াতব্যবস্থা, তেমনি বাহনও। বরকে বহন করতে এখন গাড়িই বেশি দেখা যায়। কনের বেলাতেও তাই।

বিয়েতে নানা ধরনের বৈচিত্র্য আনতে চান অনেকেই। দেখাতে চান সৃজনশীলতা। ফুলে ফুলে সাজানো বিয়ের গাড়ি দিয়েই সড়কে মূল যাতায়াতটা বেশি হয়। তবে বিয়ের অনুষ্ঠানের জায়গাটা অনেক বর-কনেই পার হন ঘোড়ার গাড়ি, পালকি বা বাহারি খাটিয়ায় চড়ে।

ব্যতিক্রমী ভাবনা

একটা সময় গ্রামবাংলার বিয়েতে ব্যবহৃত হতো পালকি। জমিদার, রাজা-বাদশাহ এমনকি সাধারণ মানুষও পালকি দিয়ে কনে ঘরে তুলত। সেই পালকি এখনো অনেকে শখের বশে ব্যবহার করেন। চার থেকে ছয় হাজার টাকায় পাওয়া যায় সাজানো পালকি, বেহারাসহ। পালকির জন্য যোগাযোগ: খানদানি, ফোন: ০১৬৮৬৬০২৩৩১।

 শখটা যদি রাজকীয় হয়, তবে ভাড়া নিতে পারেন ঘোড়ার গাড়ি বা টমটম। অবশ্য বরের বাড়ি এবং কনের বাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের মধ্যকার দূরত্ব দুই থেকে তিন কিলোমিটারের বেশি হলে কেউ ঘোড়ার গাড়ি ব্যবহার করেন না বলে জানালেন টমটম মালিকেরা। সাধারণত বিয়েতে চার থেকে পাঁচ হাজার টাকায় আসে টমটম। দূরত্ব অনুযায়ী ভাড়ার হারটা ১০ হাজারেও পৌঁছাতে পারে। পাবেন রাজধানীর নিউ সেক্রেটারিয়েট রোড, ফুলবাড়িয়ায়। যোগাযোগ: আদরের টমটম ০১৭১৮৫৩৩৫৮১, টুকু রাজা টমটম ০১৯১৬১৬৫১৭৪।

বৈচিত্র্য আনতে পালকিতেও আসে কনে
বৈচিত্র্য আনতে পালকিতেও আসে কনে

গাড়ি

আজকাল বরকে বহনের জন্য গাড়ির চলটাই বেশি। বিয়ের আয়োজন ও পরিকল্পনাকারী অনেকেই বললেন এমন কথা। টয়োটা ১১০ বা করোলা এ ধরনের গাড়িগুলো ঢাকার মধ্যে অথবা আশপাশে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকা প্রতি ১০ ঘণ্টার জন্য ভাড়ায় পাওয়া যায়। তবে জ্বালানি খরচসহ গাড়ির আনুষঙ্গিক খরচ (টোল, পার্কিং চার্জ, চালকের পারিশ্রমিক) আপনি বহন করতে চাইলে গাড়ির ভাড়া পড়বে দুই থেকে তিন হাজার টাকা। ঢাকার বাইরে আসা-যাওয়ার জন্য খরচটা দ্বিগুণ হবে।

মাইক্রোবাস

বরযাত্রায় প্রাইভেট কারের পাশাপাশি মাইক্রোবাসের ব্যবহারও অনেক বেশি। প্রায় সব বিয়ের অনুষ্ঠানেই বরযাত্রা বহন করতে ৯ থেকে ১২ আসনের মাইক্রোবাসের প্রচলন রয়েছে। দিনপ্রতি (১০ ঘণ্টা) আড়াই হাজার থেকে চার হাজার টাকায় পাওয়া যাবে মাইক্রোবাস।

বিয়ের গাড়ি ভাড়ার আগে কিছু বিষয় জানা উচিত। রাজধানীর বাসাবোর অ্যাকটিভ রেন্ট-এ-কারের স্বত্বাধিকারী সোহান খান দিলেন কিছু পরামর্শ।

l কমপক্ষে দুদিন আগে গাড়ির জন্য বুকিং দিতে হবে।

l সময় হিসাবে ভাড়া নিলে আনুমানিক সময় আগেই উল্লেখ করুন। শুধু গাড়ি ভাড়া করছেন নাকি সব খরচ রেন্ট-এ-কার বহন করবে, সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

l গাড়ির প্রতিষ্ঠান এবং চালক সম্পর্কে বিস্তারিত তথ্য আগেই জেনে নিন এবং তাঁদের ফোন নম্বর রাখুন।

l যাতায়াত এবং সাজসজ্জার কারণে গাড়ি অপরিষ্কার হতে পারে। সে ক্ষেত্রে গাড়ি পরিষ্কার করার খরচটা আপনাকেই বহন করতে হবে।

বিলাস বহুল গাড়ি

ভিন্নতা আনতে অনেকে ফোরহুইল ড্রাইভ গাড়িও ভাড়া করেন। চার ঘণ্টার জন্য টয়োটা প্রাডো পাওয়া যায় ৬ হাজার টাকায় এবং দিনপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকায়। হ্যারিয়ার অথবা মিতসুবিশি পাজেরো পাওয়া যায় ৬ হাজার টাকায় ৪ ঘণ্টা এবং ১৫ থেকে ১৮ হাজার টাকায় সারা দিনের জন্য।

 চাইলে মার্সিডিজ, বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়িও ভাড়ায় নিতে পারেন। দিনপ্রতি (১০ ঘণ্টা) ৪০ থেকে ৪৫ হাজার টাকায় ভাড়ায় মিলবে এ ধরনের গাড়ি। ২০০৫ সালের আগের মডেলের গাড়ি হলে পাবেন ২৫ থেকে ৩০ হাজার টাকায়। সব খরচ রেন্ট-এ-কার বহন করবে।

হেলিকপ্টার

আজকাল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়াটাও কল্পনাতীত নয়। ২ থেকে ৬ আসনের হেলিকপ্টার ঘণ্টাপ্রতি ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়ায় নিতে পারেন। তবে অবতরণের পর অপেক্ষা করালে ঘণ্টা প্রতি গুনতে হবে ৬ থেকে ১০ হাজার টাকা।