দখিন হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। এ সময় ইলেকট্রিক কেটলির চাহিদা বেড়ে যায়। সারা বছরই আধুনিক অফিস, হোটেলের ঘরে গরম পানি করার জন্য ব্যবহার করা হয় এই যন্ত্র। এবার বাজার ঘুরে জানানো হলো ইলেকট্রিক কেটলির খোঁজখবর।
রকমভেদ
ইলেকট্রিক কেটলির পানি ধারণক্ষমতা থাকে চার থেকে দশ লিটার পর্যন্ত। বাজারে অনেক কোম্পানির ইলেকট্রিক কেটলি পাওয়া যায়। ঢাকা নিউমার্কেটের শোভন দোকানের স্বত্বাধিকারী মো. আফজাল সরদার জানান, সারা বছরেই কেটলির চাহিদা রয়েছে। তবে শীতের সময় কেটলির চাহিদা সবচেয়ে বেশি। ওয়ালটনের কেটলি বেশি বিক্রি হচ্ছে এবার। এগুলোর পানি ধারণক্ষমতা ১ থেকে ১০ লিটার।
বাংলাদেশের বাজারে বিদেশ থেকে আমদানি করা কেটলিই বেশি। সাধারণত চীন, কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কেটলি আমদানি করা হয়। এসব কেটলির মধ্যে মিয়াকো, ফিলিপস, নোভেনা, কমেট, বসিনি, ওশেন, প্রেস্টিজ, নোভা ও প্যানাসনিকসহ আরও কিছু ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি বাজারে পাওয়া যায়। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের ভিশনের কেটলি বাজারে পাওয়া যায়।
এসব কেটলিতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে পানি ফুটানো যায়।
দরদাম
এক থেকে দুই লিটার ধারণক্ষমতাসম্পন্ন প্লাস্টিক ও স্টিলের প্রতিটি মিয়াকো ইলেকট্রিক কেটলির দাম ৮০০ থেকে ২ হাজার টাকা। ফিলিপসের ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। নোভেনার ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা। নোভার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। প্যানাসনিকের কেটলি ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। ওয়ালটন কেটলির দাম ৯০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকার মধ্যে। অন্য ব্র্যান্ডের কেটলির দাম ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে।
কোথায় পাবেন
বায়তুল মোকাররম মার্কেট, গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, গুলশান ডিসিসি সুপার মার্কেট ১ ও ২, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, মৌচাক মার্কেট, রামপুরাসহ দেশের বিভিন্ন মার্কেটে ইলেকট্রিক কেটলি পাওয়া যায়। এ ছাড়া বেস্ট ইলেকট্রনিকস শো-রুম, ট্রান্সকম ইলেকট্রনিকস শোরুমসহ বিভিন্ন ইলেকট্রনিকসের শোরুমে ইলেকট্রিক কেটলি পাওয়া যায়।
ব্যবহারবিধি ও কার্যপ্রণালি
খেয়াল রাখুন বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় কেটলির গায়ে যেন পানি লেগে না থাকে।
কেটলির হাতলে ধরতে অতিরিক্ত সাবধানতার জন্য শুকনা কাপড় ব্যবহার করতে পারেন।
ইলেকট্রিক কেটলির জন্য আলাদা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করুন।
সুইচ বন্ধ করে ইলেকট্রিক কেটলির সংযোগ বিচ্ছিন্ন করুন
ইলেকট্রিক কেটলি পানি ছাড়া অন্য কোনো তরল পদার্থ গরম করার কাজে ব্যবহার করা যাবে না।