কক্সবাজারে কবিতা সম্মেলন

হাজার বছর ধরে চলা নিজস্ব চিন্তা-চেতনায় মুক্তির দাঁড় টানবে আজকের কবিরা। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক চিন্তাবলয় থেকে মুক্তির লক্ষ্যে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখবেন তাঁরা। 
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ‘উত্তর ঔপনিবেশিক কবিতা সম্মেলন ১৪২০’-এ এসব কথা বলেন বক্তারা।
গত ২৯ জুন সন্ধ্যায় গরাণ শিল্প-সাহিত্য সভা আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির।
কবি সিরাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জফির সেতু, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লীলা মুরং, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, কবি ভাগ্যধন বড়ুয়া, রুদ্র শায়ক, গরাণ সম্পাদক মানিক বৈরাগী প্রমুখ।
শেষে কবিকণ্ঠে কবিতা পাঠ ও আঞ্চলিক গানের আসর অনুষ্ঠিত হয়।