কখনো তো আমার অভিমান ভাঙাতে আসোনি

পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে

অলংকরণ: মাসুক হেলাল

অভিমান আমারও তো হয়

‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়’ গানটি এখন খুব ভালো লাগে। কারণ, আমারও মন আছে, তাই আমারও মন ভাঙে, আমারও অভিমান হয়। কই, কখনো তো আমার অভিমান ভাঙাতে আসোনি। তুমি নিজের অভিমানটাই নিয়ে থাকো। নিজের আসনে আমাকে ভেবেছিলে কখনো? যদি ভাবতে, তাহলে আমার অনুভূতি বুঝতে পারতে। ক্ষতবিক্ষত হয়ে যেত তোমার হৃদয়। নিজের প্রতিপক্ষকেও নিজের মতো ভাবতে শেখো প্রিয়।

কাওছার সরকার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

আমার মানিক্কা

মানিক্কা, নামটা শুনে আপনারা হয়তো ভ্রু কুঁচকে ফেলেছেন। কিন্তু আজব শোনালেও এ নাম যে আমার দেওয়া, আমার প্রিয় মানুষের নাম। আমার মানু, জানি না কেন এই নির্দিষ্ট একজনের ওপর আমার উথলে পড়া ভালো লাগা কাজ করে। তার অধিকারী হওয়া আমার সম্ভব কি না, সে বিষয়েও আমি সন্ধিহান। তবে দূরে হলেও সে থাকুক। মানিক্কা আমার হোক, এটাই চাই! এই নামের পেছনে যে কোমল, তীব্র অভিমানী, সুন্দর মানুষটি আছে, তার মা-বাবার দেওয়া নাম সামিয়া। সমাজের গৎবাঁধা নিয়মানুসারে মানিক্কাকে অনেকেই অনেক বিশেষণে বিশেষায়িত করবে। কিন্তু আমার এই অসহায় দুটো চোখে তার সারাক্ষণের বসবাস।

তরঙ্গ মাহমুদ

বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়