কন্যার নাকে নাকফুল

নথ—নাকের এই গয়না বউসাজে বিশেষভাবে জনপ্রিয়। তবে ইদানীং কনেসাজে নাকফুলও বেশ পরতে দেখা যায়। অন্যান্য গয়নার মতোই নাকফুলের নকশায়ও নতুনত্ব আনছেন কারিগরেরা। বড় আকৃতির নাকফুল এখন বেশ জনপ্রিয়। কনেরাও পরছেন এ ধরনের নাকফুল। সঙ্গে কখনো টানা চেইনের ব্যবহারে নাকফুলে আনা হচ্ছে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল।

গ্লুড টুগেদারের স্বত্বাধিকারী মেহেনাজ আহমেদ বলছিলেন, কনেসাজে এখন কৃত্রিম নাকফুল বেশি চলছে। এতে করে একেক অনুষ্ঠানে একেক ধরনের নাকফুল পরতে পারছেন কনেরা। তবে নাকফুলের নকশাটা কেমন হবে, তা কিন্তু নির্ভর করবে আপনার অন্যান্য অনুষঙ্গের ওপর।

তাহলে কোন ধরনের কনেসাজে কেমন নথ মানাবে, দেখে নিন তার কিছু নমুনা।

মডেল: তানজিন তিশা, গয়না: গ্লুড টুগেদার
ছবি: কবির হোসেন

লাল শাড়িতে কনেসাজ, আছে ঐতিহ্যের ছোঁয়া। কনে গলায় পরেছেন চোকার। পাথরের চোকারে বৃত্তাকার নকশা। তার সঙ্গে মিলিয়ে চুলে পরেছেন বড় নকশার ঝাপটা। টেনে বাঁধা চুলে এমন ছিমছাম সাজের সঙ্গে বড় নকশার নাকফুল মানিয়ে যায় বেশ।

মডেল: অন্তরা, গয়না: সিক্স ইয়ার্ডস স্টোরি
ছবি: খালেদ সরকার

সনাতনী কনেসাজে গয়নার বাহার থাকবেই। এখানেও তার ব্যতিক্রম নয়। রুপালি গয়নায় জমকালো কনেসাজ। ঐতিহ্যবাহী নকশার টানা নথে পাথরের ব্যবহার এনেছে বৈচিত্র্য।

মডেল: নিধি, গয়না: অ্যারাবিয়ানস
ছবি: খালেদ সরকার

নাকের নথটাই এখানে কনেসাজের মূল আকর্ষণ। হালকা ছিমছাম গয়নার কনেসাজে নথে বসানো পুঁতি এনেছে জমকালো আবহ।