কৃষি ব্যাংক নেবে ১১৭৩ জন

.
.

বাংলাদেশ কৃষি ব্যাংকে মোট ১ হাজার ১৭৩টি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুন। কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যে কয়টি আর্থিক প্রতিষ্ঠান সহায়তা দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক অন্যতম। কৃষি ব্যাংক একমাত্র রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এটি রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া সারা দেশে প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কৃষকদের ঋণ সহায়তা দেয়। এখন এই প্রতিষ্ঠানে এসেছে চাকরির সুযোগ। সম্প্রতি পত্রপত্রিকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেসব পদে নিয়োগ হবে
প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংকে মোট ১ হাজার ১৭৩টি পদে নিয়োগ করা হবে। এসব হচ্ছে: সিনিয়র অফিসার: ১৭২, অফিসার: ৭০৪, অফিসার (ক্যাশ): ২৪৯, প্রোগ্রামার: ০৩, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার: ০৭, সহকারী প্রকৌশলী (সিভিল): ১০, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ০১, ডেটা এন্ট্রি অপারেটর: ২৪ ও কম্পিউটার অপারেটর: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে পদভেদে অনার্স বা সমমান, মাস্টার্স বা সমমান, এইচএসসি বা সমমানের যেকোনো পরীক্ষায় অন্তত একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা
চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া
আবেদন করতে হেব http://bkb. teletalk.com.bd/home.php—এই ঠিকানায়।

নিয়োগ-প্রক্রিয়া
বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ-প্রক্রিয়া লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।