ফ্যাশন
কোন স্কার্টের সঙ্গে কেমন টপ পরবেন?
স্কার্টের প্যাটার্নে এখন চোখে পড়ে অনেক বৈচিত্র্য। কখনো বেশি ঘেরওয়ালা, আবার কখনো চাপা, কখনো খাটো আবার কখনো ঝুল ছুঁয়ে যায় মাটিতে, এমন নানা আঙ্গিকের স্কার্ট এখন তৈরি করছেন ডিজাইনাররা। বৈচিত্র্যময় এসব স্কার্টের সঙ্গে টপটি যদি মানানসই না হয়, তাহলে পোশাকটি ঠিক যেন স্মার্ট মনে হয় না। যদি একরঙা সুতির স্কার্ট বেছে নিন পরার জন্য, তাহলে তার সঙ্গে একটু প্রিন্টের বা চেক টপ পরতে পারেন। দেখতে ভালো লাগবে। তেমনি আবার টপটি একরঙা ভালো দেখাবে, যদি স্কার্টের নকশা প্রিন্টের হয়। তাহলে চলুন দেখে নিই কোন স্কার্টের সঙ্গে কেমন টপ পরলে স্টাইল হবে পরিপূর্ণ, তার কিছু নমুনা।
হলুদ রঙের স্কার্টটি সুতি কাপড়ের তৈরি। লম্বা ঝুলের এ ধরনের স্কার্টের সঙ্গে একটু কুর্তি ধরনের টপ বেছে নিতে পারেন। টপটি চেক বা প্রিন্টের কাপড়ের হলে ভালো লাগবে। টপের কাটে একটু বৈচিত্র্য আনুন। একদিকে খাটো, আরেক দিকে লম্বা এই কাট টপের ছাটে এনেছে ভিন্নতা।
টিস্যু কাপড়ে তৈরি স্কার্টটিতে ডিজিটাল প্রিন্টে বিভিন্ন দেশীয় মোটিফের ব্যবহার করা হয়েছে। এ ধরনের স্কার্টের সঙ্গে একরঙা শার্ট কাটিংয়ের টপ পরতে পারেন। লুকে আসবে ভিন্ন মাত্রা।
ব্লকের কাপড়ে তৈরি এই স্কার্টে ধাপে ধাপে কুচির ব্যবহার নকশায় যোগ করেছে নতুনত্ব। হলুদ রঙের টপের কনট্রাস্টে নিজেকে স্টাইলিশভাবে যে কেউ উপস্থাপন করতে পারবেন।
স্কার্টটি ব্লক প্রিন্টের। সঙ্গে একটু কোনাচে করে কাটা গ্রামীণ চেকের টপটি পুরোই পোশাকটিকে প্রকাশ করেছে ভিন্ন আঙ্গিকে।