গানের রাণী

মিতু রাণী কর্মকার
মিতু রাণী কর্মকার

অক্ষরে হাতেখড়ির আগে গানে হাতেখড়ি হয় মা মমতা রানী কর্মকারের কাছে। প্রথমে মায়ের ইচ্ছায় গান শুরু করলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কখন যে গানকে ভালোবেসে ফেলেছেন, টেরই পাননি। ছোটবেলা থেকে শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছেন পণ্ডিত সঞ্জীব দের কাছ থেকে।
বলছিলাম মিতু রানী কর্মকারের কথা, যিনি শাস্ত্রীয় সংগীতের চর্চা করলেও বাংলাদেশ বেতারে ২০১০ সালে নজরুলসংগীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। এবং বাংলাদেশ টেলিভিশনে ২০১২ সালে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। প্রথম আলো ঢাকা বন্ধুসভার সঙ্গে তাঁর পথচলা ২০০৯ সাল থেকে।
আঞ্চলিক-জাতীয় পর্যায়ে অর্জনের ঝুড়ি তাঁর যথেষ্টই বড়। এর মধ্যে নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার মতো অর্জনও রয়েছে।
এখন নিয়মিত গান করছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। ইতিমধ্যে তাঁর খুঁজি তোমায় নামের একটি যৌথ অ্যালবাম বের হয়েছে। এখন কাজ করছেন একক অ্যালবামের।