গয়নার জন্য...

বেশি না। দুল জোড়ার দাম মাত্র ২০০ টাকা। কেনা হয়েছিল গাউসিয়া মার্কেটের চাপা গলি থেকে। দাম কম হলে কী হবে, নকশা নজরকাড়া। কয়েক দিন পরলেই দাম উশুল হয়ে যাবে। এমন চিন্তা থেকে যদি যত্ন না নেন, তাহলেই ক্ষতি। গয়না কম বা বেশি দামি, যে ধাতু দিয়েই বানানো হোক না কেন, যত্ন নিলে টিকে যাবে বছরের পর বছর।
তামা, ব্রোঞ্জ, পিতল, দস্তা, কপার দিয়ে তৈরি গয়নাগুলো এখন বেশ ট্রেন্ডে। সহজলভ্য হওয়ায় জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। তবে এ গয়নাগুলো পরার সময় এবং পরা শেষে যত্ন নিতে হবে যত্ন করেই। গলা, কান, হাত ভেজা থাকা অবস্থায় গয়না পরা উচিত নয়। সুগন্ধি ব্যবহার করার সময়ও খেয়াল রাখবেন। গয়নার ওপরে নয়, নিজের ওপর স্প্রে করুন। না হলে রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

গয়না সংরক্ষণের মূল নিয়মের একটি হলো, প্রতিটি গয়না বাক্সে রাখতে হবে আলাদা করে। বাক্সে রাখার সময় ছোট বিষয়গুলোও খেয়াল রাখা উচিত মনে করে কনক দ্য জুয়েলারি প্যালেসের ডিজাইনার লায়লা খায়ের জানান, অনেক সময় দুলের পেছনে থাকা পিনের খোঁচা লেগে অন্য কোনো গয়নায় দাগ পড়ে যেতে পারে। এ কারণে দুল আলাদা রাখতে পারলে ভালো। বাক্সবন্দী করার আগে গয়নাগুলোকে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নেবেন। প্রতিটি গয়না আলাদাভাবে টিস্যু পেপারে মুড়িয়ে নিতে হবে। কারণ, কম দামি ধাতুর গয়নাগুলো অক্সিডাইজ হয়ে যায় দ্রুত। একে অপরের সংস্পর্শে এলে রং নষ্ট হয়ে যাবে। টিস্যু পেপারে মোড়ানোর আগে আছে আরও কিছু পদক্ষেপ। পরা শেষে কিছুক্ষণ খোলা জায়গায় রাখুন। আপনার শরীর থেকে যে আর্দ্রতার ছোঁয়া গয়নায় লেগেছে, সেটা শুকানোর জন্য কিছুটা সময় দিন। এরপর আপনার শরীরের ঘাম, বাইরের বাতাস ও ধুলার আবরণটা পরিষ্কার করার জন্য রং করার নরম ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। চাইলে শ্যাম্পু ও পানি দিয়েও ধুয়ে, ভালো করে মুছে রাখতে পারেন। লায়লা খায়ের বলেন, ‘অনেক গ্রাহকই জানতে চান, কেনা গয়নাটির ওয়ারেন্টি কী? গয়না কম দামি হোক কিংবা বেশি দামি, যত্ন করে রাখলে ৫০ টাকার দুলও টিকে যাবে কয়েক যুগ। বেনারসি বা দামি শাড়িগুলোকে যেভাবে আগলে রাখি, যত্ন নেই—যেকোনো গয়নার দেখভাল করা উচিত সেভাবেই।’ পিতল পরিষ্কারের মেটাল পলিশ দিয়ে পিতলের গয়না চকচকে করে তুলতে পারেন। ধাতুর সঙ্গে এখন সুতা, পাথর মিশিয়ে গয়নাগুলো বানানো হচ্ছে। অনেক সময় পাথর পড়ে যায়, সুতা ছিঁড়ে যায়। বাড়িতে ঠিক করতে না পারলে দোকানে নিয়ে যান। তারাই আবার ঠিকঠাক করে দেবেন।