গয়না ছাড়া হয় না!

পুঁতি বা কাঠের রংচঙে গয়নাই চলছে এখন
পুঁতি বা কাঠের রংচঙে গয়নাই চলছে এখন

নতুন কাপড় কেনা হয়ে গেছে? এবার চাই নতুন গয়না। চটজলদি গয়নাগাঁটির একটু খোঁজখবর জানিয়ে দিই।
উপকরণ, নকশায় বৈচিত্র্যের অভাব নেই। হরেক রকম গয়নার দেখা মিলবে। পোশাকের ধরন, বয়স, ব্যক্তিত্ব ও রুচির ওপর নির্ভর করে বেছে নিন মানানসই গয়না। সোনা, রুপা, গোল্ড প্লেটেড—এসব গয়নার পাশাপাশি এখন কাঠ, মাটি, সুতা, কাপড়, পুঁতি ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি অভিনব ডিজাইনের গয়না বেশ জনপ্রিয়। দামও তুলনামূলকভাবে কম। তাই যাঁরা একটু ভিন্নধর্মী গয়না পছন্দ করেন, তারা ঢুঁ মারতে পারেন বিভিন্ন ফ্যাশন হাউসে।
আড়ং ঘুরে দেখা গেল, এখানে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেই কাঠের তৈরি নানা নকশার গয়না আছে। কাঠের সঙ্গে কোনোটাতে আবার পাটের আঁশ, কড়ি অথবা রুদ্রাক্ষর ব্যবহার করা হয়েছে। সুতা দিয়ে চমৎকার বুননে তৈরি গয়নাও আছে। তাতে ব্যবহার করা হয়েছে পুঁতি, ধাতু বা কাঠ। নানা রকম পুঁতি বসানো সুতার তৈরি চিক বেশ নজর কাড়বে। জমকালো পোশাকের সঙ্গে পরার জন্য পাবেন ধাতুর তৈরি বড় কানের দুল। হাঁসুলির আদলে তৈরি গয়নাগুলোও বেশ দেখতে।

.
.

আরও নজর কাড়ে টাই–ডাই করা নানা রঙের কাপড় প্যাঁচানো চুড়িগুলো, অথবা এক পাশে কাপড় ও এক পাশে সুতা লাগানো চুড়ি। কোনোটাতে আবার সুতার ওপর বোতামের মতো ডিজাইন। পিতলের মধ্যে নানা নকশার চুড়িও আছে। দাম ১০০ থেকে ৭০০ টাকা।
ফ্যাশন হাউস রঙ এনেছে গয়নার নতুন সংগ্রহ। ২৫০ থেকে ৭০০ টাকার মধ্যে নানা ধরনের ঝুমকা পাওয়া যাবে। পায়ের খাড়ু, খোঁপার কাঁটা, পাথরের আংটি তো আছেই। ধাতব গয়নাও রয়েছে। কিছু আবার সুতা, উল, পুঁতি, পালক, ক্রিস্টাল, কাঠ দিয়ে তৈরি। ৭৫০ টাকার মধ্যে কয়েক লহরের চিকন মালা আছে। রঙের ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বললেন, এখন পোশাকের ধরনে যেমন পরিবর্তন এসেছে, তেমনিভাবে গয়নার ক্ষেত্রেও নানা ধরনের উপকরণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাবার, প্লাস্টিক, পুঁতি, চামড়া, রিবন, নানা রকম ধাতু ব্যবহার করে নেকলেস থেকে শুরু করে লম্বা ঝুলের গয়না তৈরি হচ্ছে। সাধারণত যখন পোশাকটা খুব সাদামাটা থাকে, তখন একটু ভারী গয়না আর পোশাকে যদি রঙের বৈপরীত্য বা একটু জমকালো হয়, তবে হালকা গয়নাই ভালো মানাবে। গয়নার নকশায় যতই পরিবর্তন আসুক, ফ্যাশনের এই নিয়মটি এখনো মানা হচ্ছে। সে ক্ষেত্রে গলায় হালকা পরে, কানে কিছুটা ভারী গয়না পরা যেতে পারে। তবে গলায় ভারী গয়না পরলে কানে হালকা গয়না পরাই ভালো।
ওদিকে ফ্যাশন হাউস বিবিয়ানাতে ভিন্নধর্মী কাপড়ের গয়না রয়েছে। এগুলো ইয়োকের মতন কাপড়ে লাগিয়ে নেওয়া যাবে অথবা কেবল গয়না হিসেবেও দারুণ মানিয়ে যাবে। মাটির তৈরি লকেটের সঙ্গে কাপড়ের লম্বা ঝুলের গয়নাও বেশ চমৎকার। ফ্যাশন হাউস দেশালে পাবেন পুঁতির মালা। গলায় বা হাতে প্যঁাচিয়ে পরতে পারবেন। দাম ৬০ টাকা। আবার গামছার কাপড়ে গিঁট দিয়ে দিয়ে একধরনের গয়না রয়েছে, যার দাম ৯৫ টাকা। এটা গলায় পরা যাবে আবার মাথায়ও পরা যাবে। এ ছাড়া অঞ্জন’স, কে ক্র্যাফট, বাংলার মেলা ও আরও অন্যান্য ফ্যাশন হাউসেও ভিন্নধর্মী গয়না রয়েছে। বিভিন্ন শপিংমলে গয়নার আলাদা দোকানও আছে।
এসবের পাশাপাশি গতানুগতিক সোনা, রুপা বা গোল্ড প্লেটেড গয়নার মধ্যেও অভিনব ডিজাইন চোখে পড়ে। রুপার ওপর মিনা করা, কুন্দন বা পাথরের কাজ বা অক্সি করা—এসব বেশ চলছে। আর সাদার পাশাপাশি এবার রং-বেরঙের মুক্তার গয়নাও পাওয়া যাচ্ছে। অনলাইনেও পাবেন গয়নার বড় সংগ্রহ। ওপাল ফ্যাশন হাউস, শৈলী, দ্বৈত ইত্যাদি ফেসবুক পেজের মাধ্যমে পেতে পারেন গয়না।