ঘুড়ি

ঘুড়ি
ঘুড়ি

মনের আনন্দে আকাশে ঘুড়ি ওড়ানোর সবচেয়ে প্রাচীন নিদর্শন পাওয়া যায় চৈনিক প্রত্নতত্ত্বে। প্রাচীন চীনা দার্শনিক হার্ন ফেই ডুয়ের লেখা একটি গ্রন্থে ঘুড়ি ওড়ানোর ব্যাপারটি ছিল। প্রত্নতত্ত্ববিদেরা হার্ন ফেই ডুয়ের বইটি থেকেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ঘুড়ি চীনের আকাশেই প্রথম ওড়ানো হয়েছিল। সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ২৩৩ শতকে। হার্ন ফেই লিখেছেন, ‘...বাঁশ আর কাঠ দিয়ে তৈরি “পাখি”টি আকাশে উড়েছিল তিন দিন ধরে...।’ হার্ন আলোচিত সেই ‘পাখি’টি কে তৈরি করেছিলেন, তার বর্ণনাও দিয়েছেন। শু পার্ন নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে এর নির্মাতা হিসেবে। তিনি আরও লিখেছেন, মাও ডিজু নামের আরও এক ব্যক্তি নাকি শু পার্নের আগে এমন কিছু তৈরি করেছিলেন। তবে তিন বছরের প্রচেষ্টার পর ডিজু নির্মিত ঘুড়িটি ওড়ানোর সঙ্গে সঙ্গেই মাটিতে গোত্তা খেয়ে পড়ে যায়। সেটার আর আকাশে ওড়া হয়ে ওঠেনি।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল