১.

ছবি: সাবিনা ইয়াসমিন

কাচের চুড়ির জনপ্রিয়তা চিরকালীন। সময়ের পালাবদলে কাচের চুড়ি পরার ঢঙে বদল এলেও তরুণীদের কাছে এর কদরের কমতি নেই।

২.

ছবি: সাবিনা ইয়াসমিন

শাড়ি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে কাচের চুড়ি সহজেই মানিয়ে যায়। তরুণীরা বিভিন্ন নকশার কাচের চুড়ি কেনেন পোশাকের সঙ্গে মিলিয়ে।

৩.

ছবি: সাবিনা ইয়াসমিন

সারা বছরই রাজধানীর শপিংমল কিংবা ফুটপাতে দেখা যায় কাচের চুড়ির পসরা। একেক বিক্রেতার কাছে একেক রকমের চুড়ি।

৪.

ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনেও চুড়ির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বিক্রিও হয় ধুমসে। বিশেষ করে কোনো উৎসবের আগে তো কথাই নেই!

৫.

ছবি: সাবিনা ইয়াসমিন

তবে এই ছবিগুলো গতকাল বৃস্পতিবার রাজধানীর ধানমন্ডি ১৬ নম্বর সড়কের জেনেটিক প্লাজার সামনে থেকে তোলা।

৬.

ছবি: সাবিনা ইয়াসমিন

নানান দামে পাওয়া যায় কাচের চুড়ি। বিক্রেতারা একেক ডজনের দাম রাখছেন ৩০-৫০ টাকার মধ্যে।