
ভারতীয় ছবিতে চুম্বন থাকবে কি থাকবে না এই নিয়ে তুমুল আলোচনা চলছে। বিষয়টা গড়িয়েছে পার্লামেন্ট অবধিও।
এই সময়ে সাংবাদিক গোপালকৃষ্ণ রায় চুমু-সংক্রান্ত কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন শীর্ষ চলচ্চিত্র ব্যক্তিত্বদের কাছে। সবাই সময়মতো উত্তর দিলেও সুচিত্রা দেননি। কদিন পরে কারণ জানতে সুচিত্রাকে ফোন করেছিলেন গোপালকৃষ্ণ।
সুচিত্রার জবাব ছিল, ‘আমি এত সহজে তো আপনাকে চুমু দিতে পারি না।’
সূত্র: আইএএনএস