
চোররাও আজকাল ব্র্যান্ড চিনে ফেলেছে! কদিন আগের কথা। রাতে জানালা খুলে ঘুমিয়েছিলাম। তারপর চোর জানালা দিয়ে আমার ব্যাগখানা টেনে নিয়ে গেল। তবে ব্যাগ থেকে কেবল বিদেশি জিনিসগুলোই বেছে বেছে নিল সে। আর ব্যাগটা ফেলে গেল পাশের বাসার পেছনে। ব্যাগে ছিল মার্কিন মুলুকের একটা লিপস্টিক, লন্ডন থেকে আনা একটা লিপগ্লস, ভিয়েতনাম থেকে আনা একটা হাতঘড়ি। দেশ থেকে কেনা একটা কাজলও ছিল ব্যাগে। কিন্তু কী তাজ্জব, চোর সেটা নেয়নি! ব্যাগে থাকা টাকাগুলোও নিয়েছে, কিন্তু টাকার ছোট ব্যাগটা আবার নেয়নি। হয়তো টাকার ব্যাগটা ‘দেশি’ ছিল বলে!
সকালে পাশের বাসার এক চাচা তাঁদের বাসার পেছনে ব্যাগটা পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে পান আমার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র। তারপর সেটা এল আমার হাতে। ব্যাগটাও কিন্তু বিদেশিই ছিল! মালয়েশিয়া থেকে আনা। বেশ পুরোনো বলে হয়তো সেটা ফেলে গেছে চোর বাবাজি। পরদিন বন্ধুরা সব শুনে কত-কী মন্তব্য করল! কেউ বলল, চোরের রসিকতা প্রশংসনীয়! কেউ আরেক কদম এগিয়ে বলল, সব বিদেশি জিনিসই নিল? ভাগ্যিস, তুই নিজে ছিলি ‘দেশি’!
কম্পিউটার বিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা