
খোলামেলা উঠানের বাড়িগুলোর বদলে এখন গড়ে উঠছে আকাশছোঁয়া বহুতল ভবন। একসময়ে যত্ন করে লাগানো গাছগুলো এখন আর দেখা যায় না। তাই বলে মন থেকে কিন্তু হারিয়ে যায়নি সবুজের হাতছানি পাওয়ার আশা। এ কারণেই ফ্ল্যাট বাড়িগুলোর ছাদে অনেকেই গড়ে তুলছেন নান্দনিক বাগান।
শিল্পী দম্পতি সাইদুল হক জুইস ও ফারেহা জেবা নিজের বাড়ির ছাদে করেছেন এমন আয়োজন। নানা ধরনের বৈচিত্র্যময় গাছপালার পাশাপাশি কৃত্রিম জলাশয়ের আয়োজনও আছে এখানে। মাছেরা যেখানে ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। এই ধরনের আয়োজন করতে চাইলে প্রথমেই ছাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটায় বিশেষ খেয়াল রাখতে হবে। পাশাপাশি রোদের প্রয়োজন বিবেচনা করে জায়গা বুঝে গাছগুলোকে সেভাবে রাখতে হবে, জানালেন সাইদুল হক জুইস। বেশি রোদ প্রয়োজন এমন গাছগুলোকে রোদ বেশি পড়ে এমন স্থানে রাখাই ভালো।
অ্যাপার্টমেন্ট বা বাসাবাড়ির ছাদে এখন অনেকেই ফ্লাওয়ার বেড বা স্থায়ী গাছ লাগানোর জায়গা করে থাকেন। স্থপতি সাঈদা ফজিলাতুন নাজ জানালেন, এভাবে গাছ লাগাতে চাইলে প্রথমেই মাটির ভিত্তি থেকে ছাদের মধ্যে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। যাতে এর মাঝখান দিয়ে বাতাস চলাচল করতে পারে। এই পদ্ধতিতে ছাদে শেওলা পড়ার ভয় থাকবে না। ছাদে স্থায়ী বাগান করতে চাইলে পুরো ছাদ টাইলস দিয়ে মুড়ে নেওয়া ভালো।
যদি স্থায়ী বাগান করার উপায় না থাকে সে ক্ষেত্রে অন্য পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন বড় একটা ড্রাম মাঝবরাবর কেটে দুই ভাগ করে নিন। এবার এর মধ্যে বুনে দিতে পারেন আপনার পছন্দের গাছের চারা। এ ছাড়া গাছের মাটিতে সব সময় আর্দ্রতা ধরে রাখার একটা বিশেষ কৌশল বাতলে দিলেন এই স্থপতি। বাজারে এক ধরনের বল পাওয়া যায়। সেগুলো একটু ছিদ্র করে পানির মধ্যে দিলে তা ফুলে ওঠে। এই ধরনের বল গাছের মাটিতে রেখে দিন। দেখবেন পানি দেওয়ার পরপরই বলগুলো ফুলে উঠছে। এবার রোদ পড়লে পানি বের হয়ে তা আবার চুপসে যাবে। এর ফলে সব সময় আর্দ্রতাপূর্ণ থাকবে গাছের মাটি।
ছাদ-বাগানে কৃত্রিম জলাশয় করতে চাইলে এক থেকে দেড় ফুট জায়গা সিমেন্ট বা ইট দিয়ে উঁচু করে নিন। চাইলে পানির ভেতরে শাপলা ফুলের লতা ছড়িয়ে দিতে পারেন। মাছের চাষও করতে পারেন। জলাশয়ের ধারগুলোতে সিমেন্ট বা পাথরের দেয়াল দিয়ে দিন। কৃত্রিম ঝরনার ব্যবস্থা রাখতে পারেন। মনে রাখবেন, কৃত্রিম জলাশয়ের আয়তন খুব বেশি বড় না হওয়াই ভালো। এ ছাড়া ছাদে বাগান থাকলে মশার উপদ্রব থাকবেই। এ জন্য প্রতিদিন সন্ধ্যায় একবার করে ধূপের ধোঁয়া দেওয়া ভালো।