ছোট্টমণির ভুবন

ছোট ও বৈচিত্র্যময় নকশার বইয়ের তাক দেখা যাচ্ছে এখন। মডেল: দোয়েল, পোশাক: কে ক্র্যাফট, কৃতজ্ঞতা: সাবিহা কুমু। ছবি: সুমন ইউসুফ
ছোট ও বৈচিত্র্যময় নকশার বইয়ের তাক দেখা যাচ্ছে এখন। মডেল: দোয়েল, পোশাক: কে ক্র্যাফট, কৃতজ্ঞতা: সাবিহা কুমু। ছবি: সুমন ইউসুফ

শিশুর কান্না থামাতে তাকে আদর করে কোলে তুলে নেন আপনি। কখনো বা তাকে রাখেন দোলনায় বা বেবিকটে। দোলনার দুলুনিতে একসময় শান্ত হয়ে আসে শিশু। অনেকে আবার দোলনার সঙ্গেই ঝুলিয়ে দেন খেলনা বা ঝুমঝুমি অথবা কটে দিয়ে দেন শিশুর পছন্দের খেলনাগুলো।
বাজার ঘুরে পাবেন নানান রকম দোলনার খোঁজ। বেতের জিনিসপত্রের দোকানে মিলবে স্ট্যান্ডসহ দোলনা। এসব দোলনা দাঁড় করিয়ে রাখা যাবে ঘরে। স্ট্যান্ডবিহীন দোলনাও রয়েছে দোকানগুলোতে। স্ট্যান্ডবিহীন দোলনাগুলোকে শক্ত দড়ির সাহায্যে ঝুলিয়ে দিতে পারেন ঘরের ছাদ থেকে। তবে খেয়াল রাখুন, দড়ি যেন বেশ শক্তভাবে আটকানো থাকে। স্ট্যান্ডসহ বা স্ট্যান্ডছাড়া দোলনা নবজাতকের উপযোগী। আর বসতে শিখেছে, এমন শিশুর জন্য রয়েছে স্ট্যান্ডবিহীন দোলনা।
বাজারে পাবেন হালকা ধরনের কিছু দোলনাও। এসব দোলনাও ছাদ থেকে ঝুলিয়ে দিতে হবে। এগুলোতেও শিশুকে শুইয়ে রাখতে পারেন।
ঢাকার গুলশানের বেবি শপে মিলবে কাঠের তৈরি বিশেষ ধরনের কিছু দোলনার খোঁজ। এখানকার কিছু দোলনা বড়দের খাটের সঙ্গে লাগিয়ে নেওয়া যাবে। কিছু দোলনা আবার এমনভাবে তৈরি করা হয়, যেন শিশু বড় হলে সেগুলোকে কিছুটা নিচে নামিয়ে দেওয়া যায়। নবজাতকের জন্য পাবেন বেবিকট। প্লে-প্যানও পাবেন এখানে।
গোলাপি, সাদাসহ বিভিন্ন রঙের বেবিকট মিলবে বাজারে। শিশুদের উপযোগী নকশায় তৈরি করা হয় এসব বেবিকট। ফুল-পাতা বা কার্টুন আঁকা বেবিকট কিনতে পারেন আপনার শিশুর জন্য।
এ ছাড়া একটু বড় শিশুদের জন্য কিনতে পারেন বেতের তৈরি দোল খাওয়ার চেয়ার। এগুলোতে বসে শিশু নিজের মতোই দোল খেতে পারবে। এমন একটা চেয়ার শিশুর জন্য রাখতেই পারেন ঘরে।

কোথায় পাবেন
ঢাকার গুলশানের বেবি শপ, পান্থপথে বেতের জিনিসপত্রের দোকানে পাবেন বিভিন্ন ধরনের দোলনা। এ ছাড়া স্টিলের দোলনাও অর্ডার করে বানিয়ে নিতে পারেন। নিউমার্কেটেও মিলবে দোলনার খোঁজ।

দরদাম
স্ট্যান্ডসহ বেতের দোলনার দাম পড়বে ২৫০০-৫৫০০ টাকা। স্ট্যান্ডবিহীন বেতের দোলনার দাম ১২০০-২০০০ টাকা। হালকা দোলনাগুলোর দাম পড়বে ৭০০ টাকা। স্ট্যান্ডসহ স্টিলের দোলনার জন্য খরচ পড়বে ১৪০০০ টাকা। কাঠের দোলনার দাম ১৪৫০০-১৫০০০ টাকা।